হবিগঞ্জ : আগুনে পুড়ে যাওয়া ঘর -সংবাদ
হবিগঞ্জের চুনারুঘাটে কয়েলের আগুনে বসতঘর, গরু-ছাগলসহ সব পুড়ে নিঃস্ব হয়েছে দুই দিনমজুর পরিবার। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। বৃহস্পতিবার(১৭-০৭-২০২৫) দিবাগত রাতে উপজেলার সাঁটিয়াজুড়ি ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ দিনমজুররা হলেন- ওই গ্রামের মৃত আব্দুল বারিক মিয়ার ছেলে আব্দুল কুদ্দুস ও কদর আলী । অগ্নিকাণ্ডে তাদের ২টি ঘর, আসবাবপত্র, নগদ টাকা,১২টি গরু ও ১৫টি ছাগল ১৫টি হাঁস ১৭টি মোরগ পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার রাতে গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন দিনমজুর মিজানুরের পরিবার। রাত ২-৩ টার দিকে আগুনের তাপে ঘুম ভাঙে তাদের। এ সময় চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া বলেন, ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠিয়ে দেব।
হবিগঞ্জ : আগুনে পুড়ে যাওয়া ঘর -সংবাদ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
হবিগঞ্জের চুনারুঘাটে কয়েলের আগুনে বসতঘর, গরু-ছাগলসহ সব পুড়ে নিঃস্ব হয়েছে দুই দিনমজুর পরিবার। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। বৃহস্পতিবার(১৭-০৭-২০২৫) দিবাগত রাতে উপজেলার সাঁটিয়াজুড়ি ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ দিনমজুররা হলেন- ওই গ্রামের মৃত আব্দুল বারিক মিয়ার ছেলে আব্দুল কুদ্দুস ও কদর আলী । অগ্নিকাণ্ডে তাদের ২টি ঘর, আসবাবপত্র, নগদ টাকা,১২টি গরু ও ১৫টি ছাগল ১৫টি হাঁস ১৭টি মোরগ পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার রাতে গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন দিনমজুর মিজানুরের পরিবার। রাত ২-৩ টার দিকে আগুনের তাপে ঘুম ভাঙে তাদের। এ সময় চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া বলেন, ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠিয়ে দেব।