হবিগঞ্জে : ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা -সংবাদ
ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর (১৪৪ কিমি) ও শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ গোলচত্বর (১৫৫ কিমি) এলাকায় হাইওয়ে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন জমি দখল করে গড়ে ওঠা প্রায় ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। গত মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাসের নেতৃত্বে সওজের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন এবং হাইওয়ে পুলিশের সমন্বয়ে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ শতাধিক অবৈধ টং দোকান, চায়ের স্টল, কাঠের ছাউনি ও স্থায়ী কাঠামো ভেঙে দেওয়া হয়। অভিযানে অংশ নেন শিল্প পুলিশের এডিশনাল এসপি ফয়সল আহমেদ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা এবং শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ।
এদিকে, বিকেলে উচ্ছেদ অভিযানের উদ্ধারকৃত জমিতে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল ও নতুন নির্মিত পুলিশ বক্স উদ্বোধন করা হয়। হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, অভিযানে প্রায় দুই একর জমি উদ্ধার হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে যেন কেউ পুনরায় দখল করতে না পারে, সেজন্য নিয়মিত নজরদারি করা হবে।
হবিগঞ্জে : ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা -সংবাদ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর (১৪৪ কিমি) ও শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ গোলচত্বর (১৫৫ কিমি) এলাকায় হাইওয়ে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন জমি দখল করে গড়ে ওঠা প্রায় ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। গত মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাসের নেতৃত্বে সওজের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন এবং হাইওয়ে পুলিশের সমন্বয়ে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ শতাধিক অবৈধ টং দোকান, চায়ের স্টল, কাঠের ছাউনি ও স্থায়ী কাঠামো ভেঙে দেওয়া হয়। অভিযানে অংশ নেন শিল্প পুলিশের এডিশনাল এসপি ফয়সল আহমেদ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা এবং শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ।
এদিকে, বিকেলে উচ্ছেদ অভিযানের উদ্ধারকৃত জমিতে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল ও নতুন নির্মিত পুলিশ বক্স উদ্বোধন করা হয়। হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, অভিযানে প্রায় দুই একর জমি উদ্ধার হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে যেন কেউ পুনরায় দখল করতে না পারে, সেজন্য নিয়মিত নজরদারি করা হবে।