গ্রামপ্রধান দেশ বাংলাদেশ। গ্রামীণ জীবনের পরতে পরতে মিশে আছে বিভিন্ন রকমের কুঠির শিল্প। দেশের বিভিন্ন জনপদে নীরবে নিভৃতে তৈরি করেন ঐতিহ্যের বিভিন্ন রকমের কুটির শিল্প। এসব শিল্পের মধ্যে আমাদের চিরচেনা একটি শিল্প হলো বেত ও বাঁশ শিল্প। বেত ও বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের গৃহস্থালি সামগ্রী তৈরি করে এগুলো বিভিন্ন হাটবাজারে বিক্রি করেন। এমনও পরিবার রয়েছে এ শিল্পের মধ্যে তাদের জীবন জীবিকা নির্ভরশীল। তারা বেত ও বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করেন। এগুলো হলো, পাইলা,খলই,খাঁচা, খুচি, কাডা, কুলা, পাখা, ধারী, ইত্যাদি। মোহনগঞ্জ উপজেলার একটি গ্রাম কাশিপুর। এ গ্রামে অনকগুলো পরিবার রয়েছে তারা বেত ও বাঁশ শিল্পে নিয়োজিত। এ শিল্পে নিয়োজিত একজন জানান, প্লাস্টিক আমাদের জিনিসকে খেয়ে ফেলেছে। সব কিছুই এখন প্লাস্টিকের পাওয়া যাচ্ছে। আমাদের তৈরি জিনিসপত্রের আদর নেই। আগে থেকে করে আসছি, ছাড়তে পারছি না। কুলা,ডালা,চালুন সহ সব এখন প্লাস্টিকের দখলে।
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
গ্রামপ্রধান দেশ বাংলাদেশ। গ্রামীণ জীবনের পরতে পরতে মিশে আছে বিভিন্ন রকমের কুঠির শিল্প। দেশের বিভিন্ন জনপদে নীরবে নিভৃতে তৈরি করেন ঐতিহ্যের বিভিন্ন রকমের কুটির শিল্প। এসব শিল্পের মধ্যে আমাদের চিরচেনা একটি শিল্প হলো বেত ও বাঁশ শিল্প। বেত ও বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের গৃহস্থালি সামগ্রী তৈরি করে এগুলো বিভিন্ন হাটবাজারে বিক্রি করেন। এমনও পরিবার রয়েছে এ শিল্পের মধ্যে তাদের জীবন জীবিকা নির্ভরশীল। তারা বেত ও বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করেন। এগুলো হলো, পাইলা,খলই,খাঁচা, খুচি, কাডা, কুলা, পাখা, ধারী, ইত্যাদি। মোহনগঞ্জ উপজেলার একটি গ্রাম কাশিপুর। এ গ্রামে অনকগুলো পরিবার রয়েছে তারা বেত ও বাঁশ শিল্পে নিয়োজিত। এ শিল্পে নিয়োজিত একজন জানান, প্লাস্টিক আমাদের জিনিসকে খেয়ে ফেলেছে। সব কিছুই এখন প্লাস্টিকের পাওয়া যাচ্ছে। আমাদের তৈরি জিনিসপত্রের আদর নেই। আগে থেকে করে আসছি, ছাড়তে পারছি না। কুলা,ডালা,চালুন সহ সব এখন প্লাস্টিকের দখলে।