পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথ বাহিনীর মাদক নির্মূল অভিযানে ২৫০ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী ।
গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে উপজেলার সুবিদখালী তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রাকিন এম.এ একতিদার ও মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো তিন রাস্তার মোড় এলাকার জিন্নাত মৃধার ছেলে আলতাফ মৃধা (৪৫) ও তার ছেলে শাকিল আহম্মেদ (২৪) এবং উওর আমড়াগাছিয়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে তানভির উল ইসলাম। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তারকৃত আলতাফ মৃধার বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় তার বসতঘরের মধ্যে থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির-২৩৮০ টাকা, মাদক সেবনের সরঞ্জাম ০৪ টি দিয়াশলাই, ০৫ টি সিরিঞ্জ, ০১ টি কসটেপ, ০১ টি কেচি, ৩০ পিচ ফয়েল পেপার, প্লাষ্টিকের আঙ্গুলের ক্যাপ ০৪ টি, ১০ টাকার নোট দিয়ে তৈরীকৃত মাদক সেবনের পাইপ ০২ টি ও নীল কালারের পলিথিনের জিপার ব্যাগ উদ্ধার সহ উল্লেখিত মাদক কারবারীদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথ বাহিনীর মাদক নির্মূল অভিযানে ২৫০ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী ।
গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে উপজেলার সুবিদখালী তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রাকিন এম.এ একতিদার ও মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো তিন রাস্তার মোড় এলাকার জিন্নাত মৃধার ছেলে আলতাফ মৃধা (৪৫) ও তার ছেলে শাকিল আহম্মেদ (২৪) এবং উওর আমড়াগাছিয়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে তানভির উল ইসলাম। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তারকৃত আলতাফ মৃধার বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় তার বসতঘরের মধ্যে থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির-২৩৮০ টাকা, মাদক সেবনের সরঞ্জাম ০৪ টি দিয়াশলাই, ০৫ টি সিরিঞ্জ, ০১ টি কসটেপ, ০১ টি কেচি, ৩০ পিচ ফয়েল পেপার, প্লাষ্টিকের আঙ্গুলের ক্যাপ ০৪ টি, ১০ টাকার নোট দিয়ে তৈরীকৃত মাদক সেবনের পাইপ ০২ টি ও নীল কালারের পলিথিনের জিপার ব্যাগ উদ্ধার সহ উল্লেখিত মাদক কারবারীদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।