ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, দেশি ওয়ান শুটারগান, গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে সীমান্তের জুলুলী এলাকায় এ অভিযান চালায় মহেশপুর ব্যাটালিয়নের মাটিলা বিওপি টহল দল। ৫৮ বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর আনুমানিক ১টা ২৫ মিনিটে মাটিলা বিওপির জেসিও-৮৯০২ সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি চোরাচালানবিরোধী টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫১/৬-এস থেকে ৮০০ গজ অভ্যন্তরে জুলুলী গ্রামের ড্রাগন বাগানের দক্ষিণ পাশের পাঁকা রাস্তায় অবস্থান নেয়।
এ সময় একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করলে চালক মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি দেশি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি এবং পালিয়ে যাওয়া চোরাকারবারির ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেন।
পরে পালিয়ে যাওয়া মোটরসাইকেল চালকের পরিচয় শনাক্ত করা হয়। সে ঝিনাইদহের মহেশপুর থানার জীবননগর পাড়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে মো. লিটন মিয়া (পিচ্চি লিটন)। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মোটরসাইকেল মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মহেশপুর ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে চোরাচালান ও অবৈধ অস্ত্র পরিবহন প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, দেশি ওয়ান শুটারগান, গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে সীমান্তের জুলুলী এলাকায় এ অভিযান চালায় মহেশপুর ব্যাটালিয়নের মাটিলা বিওপি টহল দল। ৫৮ বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর আনুমানিক ১টা ২৫ মিনিটে মাটিলা বিওপির জেসিও-৮৯০২ সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি চোরাচালানবিরোধী টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫১/৬-এস থেকে ৮০০ গজ অভ্যন্তরে জুলুলী গ্রামের ড্রাগন বাগানের দক্ষিণ পাশের পাঁকা রাস্তায় অবস্থান নেয়।
এ সময় একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করলে চালক মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি দেশি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি এবং পালিয়ে যাওয়া চোরাকারবারির ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেন।
পরে পালিয়ে যাওয়া মোটরসাইকেল চালকের পরিচয় শনাক্ত করা হয়। সে ঝিনাইদহের মহেশপুর থানার জীবননগর পাড়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে মো. লিটন মিয়া (পিচ্চি লিটন)। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মোটরসাইকেল মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মহেশপুর ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে চোরাচালান ও অবৈধ অস্ত্র পরিবহন প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।