জামালপুরের সরিষাবাড়ির সেঙ্গুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদারগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক নেতা আবুল কালাম আজাদ বিএসসিকে গত রাত আনুমানিক ২টায় জামালপুর ডিবি পুলিশের একটিটিম জামালপুর শহর থেকে আটক করা হয়েছে। শুক্রবার(১৮-০৭-২০২৫) সকালে তাকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জামালপুর আদালতে পাঠায় মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। জানা যায়, আবুল কালাম আজাদ বিএসসি একসময় বিএনপির দাপুটে নেতা ছিলেন। তিনি গুনারীতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। সুযোগ বুঝে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে নির্বাচন ও করেন তিনি।
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
জামালপুরের সরিষাবাড়ির সেঙ্গুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদারগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক নেতা আবুল কালাম আজাদ বিএসসিকে গত রাত আনুমানিক ২টায় জামালপুর ডিবি পুলিশের একটিটিম জামালপুর শহর থেকে আটক করা হয়েছে। শুক্রবার(১৮-০৭-২০২৫) সকালে তাকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জামালপুর আদালতে পাঠায় মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। জানা যায়, আবুল কালাম আজাদ বিএসসি একসময় বিএনপির দাপুটে নেতা ছিলেন। তিনি গুনারীতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। সুযোগ বুঝে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে নির্বাচন ও করেন তিনি।