বগুড়ায় জাতীয়তাবাদী যুবদল গতকাল বৃহস্পতিবার বিকেল বিক্ষোভ সমাবেশ করেছে। প্রশাসনের নিস্ক্রিয়তায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিকেল ৪টা থেকে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের সামনের মাঠে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হতে থাকেন। কিছু সময়ের মধ্যে সেখানকার মাঠটি কানায় কানায় পরিপূর্ন হয়ে ওঠে। পরে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এর আগে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু হাসান। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আলী আজগর হেনা, জয়নাল আবেদনী চাঁন, সহিদুন্নবী সালামসহ বিএনপির অন্য নেতারা এবং জেলা ও শহর যুবদলের নেতারাসহ বিভিন্ন ইউনিটের নেতারা এতে বক্তব্য রাখেন।
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
বগুড়ায় জাতীয়তাবাদী যুবদল গতকাল বৃহস্পতিবার বিকেল বিক্ষোভ সমাবেশ করেছে। প্রশাসনের নিস্ক্রিয়তায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিকেল ৪টা থেকে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের সামনের মাঠে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হতে থাকেন। কিছু সময়ের মধ্যে সেখানকার মাঠটি কানায় কানায় পরিপূর্ন হয়ে ওঠে। পরে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এর আগে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু হাসান। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আলী আজগর হেনা, জয়নাল আবেদনী চাঁন, সহিদুন্নবী সালামসহ বিএনপির অন্য নেতারা এবং জেলা ও শহর যুবদলের নেতারাসহ বিভিন্ন ইউনিটের নেতারা এতে বক্তব্য রাখেন।