১ নং চরপাকেরদহ ইউনিয়নের ফকিরপাড়া’র মা-বাবা হারা সন্তান সামিউল মরনব্যধি- রোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থ কষ্টে মানবেতর জীবনযাপন করছে। সম্প্রতি ঢাকার একটি হাসপাতালে তাঁর অপারেশন করা হয়েছে। পরিবারের পক্ষে যতটুকু সম্ভব ছিল, তা দিয়ে চিকিৎসা চালানো হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এখনও মুখ থেকে প্রচণ্ড রক্তক্ষরণে চিকিৎসাধীন রয়েছে। এ অবস্থায় সামিউল ও তাঁর পরিবার অর্থ কষ্টে অসহায় পড়েছে। তাই, উন্নতর চিকিৎসার জন্য সবার কাছে আর্থিক সহায়তা চেয়েছে তাঁর পরিবার।
আপনিও হতে পারেন গর্বিত অংশীদার! একজন সহৃদয়বান মানুষ হয়ে পাশে দাঁড়াতে পারেন। বাঁচতে পারে একটি প্রাণ (সামিউল):০১৬৪১৮১৬৭৩০ (নগদ / রকেট) এছাড়াও ০১৯৪৩৬২২৬৩০ (বিকাশ)।
সোমবার, ২১ জুলাই ২০২৫
১ নং চরপাকেরদহ ইউনিয়নের ফকিরপাড়া’র মা-বাবা হারা সন্তান সামিউল মরনব্যধি- রোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থ কষ্টে মানবেতর জীবনযাপন করছে। সম্প্রতি ঢাকার একটি হাসপাতালে তাঁর অপারেশন করা হয়েছে। পরিবারের পক্ষে যতটুকু সম্ভব ছিল, তা দিয়ে চিকিৎসা চালানো হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এখনও মুখ থেকে প্রচণ্ড রক্তক্ষরণে চিকিৎসাধীন রয়েছে। এ অবস্থায় সামিউল ও তাঁর পরিবার অর্থ কষ্টে অসহায় পড়েছে। তাই, উন্নতর চিকিৎসার জন্য সবার কাছে আর্থিক সহায়তা চেয়েছে তাঁর পরিবার।
আপনিও হতে পারেন গর্বিত অংশীদার! একজন সহৃদয়বান মানুষ হয়ে পাশে দাঁড়াতে পারেন। বাঁচতে পারে একটি প্রাণ (সামিউল):০১৬৪১৮১৬৭৩০ (নগদ / রকেট) এছাড়াও ০১৯৪৩৬২২৬৩০ (বিকাশ)।