ওসড়ক দুর্ঘটনায় আহত ইমন -সংবাদ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইমন মিয়া (২৮) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসার অভাবে বাড়িতে পড়ে আছেন। দুর্ঘটনায় তাঁর ডান পা ভেঙে যায় এবং জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হলেও অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। ইমনের পরিবারে সাতজন সদস্য রয়েছে। দুই ভাইয়ের একজন শারীরিক প্রতিবন্ধী এবং ইমনের দুটি অবুঝ শিশু রয়েছে। অন্যদিকে তাঁর বাবা একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। পুরো পরিবারটি বর্তমানে চরম মানবিক সংকটে দিন পার করছে। ইমন ছিলেন পরিবারের একমাত্র আয় উপার্জনকারী। তাঁর দুর্ঘটনার পর থেকে পরিবারটি বিপর্যস্ত হয়ে পড়েছে। ন্যূনতম চিকিৎসা গ্রহণ করতেও হিমশিম খাচ্ছেন তাঁরা। এমন মানবিক পরিস্থিতিতে ইমনের পরিবারটি হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
ওসড়ক দুর্ঘটনায় আহত ইমন -সংবাদ
সোমবার, ২১ জুলাই ২০২৫
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইমন মিয়া (২৮) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসার অভাবে বাড়িতে পড়ে আছেন। দুর্ঘটনায় তাঁর ডান পা ভেঙে যায় এবং জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হলেও অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। ইমনের পরিবারে সাতজন সদস্য রয়েছে। দুই ভাইয়ের একজন শারীরিক প্রতিবন্ধী এবং ইমনের দুটি অবুঝ শিশু রয়েছে। অন্যদিকে তাঁর বাবা একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। পুরো পরিবারটি বর্তমানে চরম মানবিক সংকটে দিন পার করছে। ইমন ছিলেন পরিবারের একমাত্র আয় উপার্জনকারী। তাঁর দুর্ঘটনার পর থেকে পরিবারটি বিপর্যস্ত হয়ে পড়েছে। ন্যূনতম চিকিৎসা গ্রহণ করতেও হিমশিম খাচ্ছেন তাঁরা। এমন মানবিক পরিস্থিতিতে ইমনের পরিবারটি হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।