চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানার নিউ মার্কেট মোড় এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুনে সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
চট্টগ্রামে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বাসে আগুন লাগার সংবাদ পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে নন্দনকানন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিযন্ত্রণ করে। বাসের কোনো যাত্রী দগ্ধ হয়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।
কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান, বাসে আগুন লেগেছে। আমরা ঘটনাস্থলে আছি। তদন্তের পর জানা যাবে আগুন লাগার প্রকৃত কারণ।
বাসটির চালক আবদুর রহিম জানান, বাসটি (জ ১১-১১০৯) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যাত্রী নিয়ে নিউমার্কেট মোড়ে পৌছালে যাত্রী নামার সময় একজন বাইরে থেকে পেট্রোল বোমার মতো কিছু একটা ছুড়ে মেরে পালিয়ে যায়। তখন যাত্রী দ্রুত নেমে যাওয়ায় কোনো ক্ষতি হয়নি। তবে বাসে আগুন ধরে যায়।
সোমবার, ২১ জুলাই ২০২৫
চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানার নিউ মার্কেট মোড় এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুনে সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
চট্টগ্রামে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বাসে আগুন লাগার সংবাদ পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে নন্দনকানন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিযন্ত্রণ করে। বাসের কোনো যাত্রী দগ্ধ হয়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।
কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান, বাসে আগুন লেগেছে। আমরা ঘটনাস্থলে আছি। তদন্তের পর জানা যাবে আগুন লাগার প্রকৃত কারণ।
বাসটির চালক আবদুর রহিম জানান, বাসটি (জ ১১-১১০৯) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যাত্রী নিয়ে নিউমার্কেট মোড়ে পৌছালে যাত্রী নামার সময় একজন বাইরে থেকে পেট্রোল বোমার মতো কিছু একটা ছুড়ে মেরে পালিয়ে যায়। তখন যাত্রী দ্রুত নেমে যাওয়ায় কোনো ক্ষতি হয়নি। তবে বাসে আগুন ধরে যায়।