টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) : হিমাগারে অতিরিক্ত ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন করে উপজেলার আলুচাষী, আড়ৎদার ও এলাকাবাসী -সংবাদ
টঙ্গীবাড়ীতে হিমাগারে আলুর বস্তা সংরক্ষণ ভাড়া কমানোর দাবীতে উপজেলার আলুচাষী, আড়ৎদার ও এলাকাবাসী মানববন্ধন করেছে। গতকাল সোমবার সকাল ১০:৩০ মিনিটে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
এসময় বক্তারা বলেন, এমনিতেই এবছর আলুর দাম কম তার উপর হিমাগারের ভাড়া অযৌক্তিক ভাবে বাড়িয়ে দিয়েছে এতে আমাদের দেশের কৃষকরা মারাত্মক ক্ষতিতে পরেছে। এইবছর প্রতি কজি আলুতে ৩০-৪০ টাকা খরচ হয়েছে অথচ এখন বাজারে ৬-৭ টাকায় বিক্রি করতে হচ্ছে। এতে লোকসানের উপর লোকসান গুনতে হচ্ছে। হিমাগারের বাড়তি ভাড়া বাতিল করে আগের ভাড়া বহালের দাবী জানান মানববন্ধনকারীরা।
এসময় উপস্থিত বেতকা বাজারের আড়তদার হাজী নুরে আলম বেপারী, হাজী হাবিবুর রহমান হবি,আহসান উল্লাহ ঢালী, বেতকা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ খানসহ স্থানীয় প্রায় ৩০০ শতাধিক কৃষক।
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) : হিমাগারে অতিরিক্ত ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন করে উপজেলার আলুচাষী, আড়ৎদার ও এলাকাবাসী -সংবাদ
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
টঙ্গীবাড়ীতে হিমাগারে আলুর বস্তা সংরক্ষণ ভাড়া কমানোর দাবীতে উপজেলার আলুচাষী, আড়ৎদার ও এলাকাবাসী মানববন্ধন করেছে। গতকাল সোমবার সকাল ১০:৩০ মিনিটে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
এসময় বক্তারা বলেন, এমনিতেই এবছর আলুর দাম কম তার উপর হিমাগারের ভাড়া অযৌক্তিক ভাবে বাড়িয়ে দিয়েছে এতে আমাদের দেশের কৃষকরা মারাত্মক ক্ষতিতে পরেছে। এইবছর প্রতি কজি আলুতে ৩০-৪০ টাকা খরচ হয়েছে অথচ এখন বাজারে ৬-৭ টাকায় বিক্রি করতে হচ্ছে। এতে লোকসানের উপর লোকসান গুনতে হচ্ছে। হিমাগারের বাড়তি ভাড়া বাতিল করে আগের ভাড়া বহালের দাবী জানান মানববন্ধনকারীরা।
এসময় উপস্থিত বেতকা বাজারের আড়তদার হাজী নুরে আলম বেপারী, হাজী হাবিবুর রহমান হবি,আহসান উল্লাহ ঢালী, বেতকা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ খানসহ স্থানীয় প্রায় ৩০০ শতাধিক কৃষক।