সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় বিশ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে নিজ বসত ঘরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আলম মিয়া (৪০) নামের এক যুবককে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। এ ঘটনাটি ঘটেছে গত রোববার দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গল বাড়ি গ্রামে ভুক্তভোগী কিশোরীর নিজ বসত ঘরে। অভিযুক্ত যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী কিশোরীর বোন জামাই জানান, ঘটনার দিন দুপুরে বাড়িতে ওই শারীরিক প্রতিবন্ধী কিশোরী রেখে ওই কিশোরীর বাবা-মা ধর্মীয় কাজে গ্রামের অন্য বাড়িতে যায়। এই সুযোগে নুরল ইসলামের ছেলে তিন সন্তানের জনক বখাটে আমল কিশোরীর ঘরে ডুকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বাড়িতে কিশোরীর মা-বাবা আসলে ধর্ষণের বিষয়টি মা-বাবাকে বুঝানোর চেষ্টা করলে মা-বাবা বুঝতে পারেনি। পরে সোমবার সকালে ওই ধর্ষিতা কিশোর তার জামাকাপড় খোলে আমাদের ধর্ষণের বর্ণনা দিলে আমরা ধর্ষণের বিষয়টি জানতে পারি। পরে সে আলমের কথা বলে।
অভিযুক্তকে আটকের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে গতকাল সোমবার দুপুরের দিকে জঙ্গলবাড়ি এলাকা থেকে অভিযুক্ত আলম মিয়াকে আটক করেছে টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ক্যাম্পের সদস্যরা। ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার থানায় এসেছেন আমল মিয়াকে আসামী করে একটি ধর্ষণের অভিযোগে করেছে। অভিযোগের আলোকে ঘটনার তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় বিশ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে নিজ বসত ঘরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আলম মিয়া (৪০) নামের এক যুবককে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। এ ঘটনাটি ঘটেছে গত রোববার দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গল বাড়ি গ্রামে ভুক্তভোগী কিশোরীর নিজ বসত ঘরে। অভিযুক্ত যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী কিশোরীর বোন জামাই জানান, ঘটনার দিন দুপুরে বাড়িতে ওই শারীরিক প্রতিবন্ধী কিশোরী রেখে ওই কিশোরীর বাবা-মা ধর্মীয় কাজে গ্রামের অন্য বাড়িতে যায়। এই সুযোগে নুরল ইসলামের ছেলে তিন সন্তানের জনক বখাটে আমল কিশোরীর ঘরে ডুকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বাড়িতে কিশোরীর মা-বাবা আসলে ধর্ষণের বিষয়টি মা-বাবাকে বুঝানোর চেষ্টা করলে মা-বাবা বুঝতে পারেনি। পরে সোমবার সকালে ওই ধর্ষিতা কিশোর তার জামাকাপড় খোলে আমাদের ধর্ষণের বর্ণনা দিলে আমরা ধর্ষণের বিষয়টি জানতে পারি। পরে সে আলমের কথা বলে।
অভিযুক্তকে আটকের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে গতকাল সোমবার দুপুরের দিকে জঙ্গলবাড়ি এলাকা থেকে অভিযুক্ত আলম মিয়াকে আটক করেছে টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ক্যাম্পের সদস্যরা। ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার থানায় এসেছেন আমল মিয়াকে আসামী করে একটি ধর্ষণের অভিযোগে করেছে। অভিযোগের আলোকে ঘটনার তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।