চাঁদাবাজি, দখলদার ও সন্ত্রাস প্রতিরোধে কুষ্টিয়া প্রেসক্লাব চত্বরে জেলা বিএনপির পক্ষ থেকে একটি অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে।
সোমবার দুপুরে অভিযোগ বক্স উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এর আগে বেলা ১২টা থেকে ঘন্টা ব্যাপী কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, চাঁদাবাজি, দখলদার,সন্ত্রাসী কার্যক্রমসহ যে কোন ধরনের অপকর্মের অভিযোগ এই বক্সে দেয়া যাবে। যে সকল ব্যক্তি অভিযোগ করবেন তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। একইসঙ্গে অভিযোগ গুলো গুরুত্বের সাথে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে। চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ ও নির্মূলের জন্য অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। নির্ভয়ে নিশ্চিন্তে নির্দ্বিধায় যেকোনো ব্যক্তি অভিযোগ বক্সে সুনির্দিষ্ট অভিযোগ দিতে পারেন। বিএনপির নাম ব্যবহার করে কেউ কোনো অপরাধ করলে আমাদের জানাবেন বা অভিযোগ বক্সে সুনির্দিষ্ট অভিযোগ দিবেন। আমরা বিষয়টি যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করবো। কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না। যেকোনো অপরাধের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য কুষ্টিয়াবাসীকে অনুরোধ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
চাঁদাবাজি, দখলদার ও সন্ত্রাস প্রতিরোধে কুষ্টিয়া প্রেসক্লাব চত্বরে জেলা বিএনপির পক্ষ থেকে একটি অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে।
সোমবার দুপুরে অভিযোগ বক্স উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এর আগে বেলা ১২টা থেকে ঘন্টা ব্যাপী কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, চাঁদাবাজি, দখলদার,সন্ত্রাসী কার্যক্রমসহ যে কোন ধরনের অপকর্মের অভিযোগ এই বক্সে দেয়া যাবে। যে সকল ব্যক্তি অভিযোগ করবেন তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। একইসঙ্গে অভিযোগ গুলো গুরুত্বের সাথে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে। চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ ও নির্মূলের জন্য অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। নির্ভয়ে নিশ্চিন্তে নির্দ্বিধায় যেকোনো ব্যক্তি অভিযোগ বক্সে সুনির্দিষ্ট অভিযোগ দিতে পারেন। বিএনপির নাম ব্যবহার করে কেউ কোনো অপরাধ করলে আমাদের জানাবেন বা অভিযোগ বক্সে সুনির্দিষ্ট অভিযোগ দিবেন। আমরা বিষয়টি যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করবো। কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না। যেকোনো অপরাধের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য কুষ্টিয়াবাসীকে অনুরোধ জানিয়েছেন তিনি।