নেত্রকোনা : বই মোড়ক উন্মোচনে অতিথিরা -সংবাদ
নদী-হাওর-বিল-খাল কেন্দ্রিক জীবন ব্যবস্থার ওপর লিখিত ময়মনসিংহ অঞ্চলের জলাভূমি ও জনজীবন বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনার আটপাড়া উপজেলার রামেশ্বরপুর বারসিক রিসোর্স সেন্টারের হলরুমে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। বইটি ১৭৮ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে বারসিক লিখেছেন বারসিক নেত্রকোনা আঞ্চলিক সমন্বয়কারী : লেখক ও গবেষক মো. অহিদুর রহমান। প্রচ্ছদ এঁকেছেন : শাহেদা আজবেলা পূর্ণা, আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক গবেষক প্রফেসর ননী গোপাল সরকার, আরো উপস্থিত ছিলেন লেখক গবেষক ও বারসিকের শিক্ষা,সংস্কৃতি ও বৈচিত্র্য বিভাগের পরিচালক পাভেল পার্থ প্রমুখ।
বাংলাদেশ গাছ বাঁচাও আন্দোলনের সমন্বয়ক পরিবেশ কর্মী আমিরুল রাজিব,গায়ক কোয়াশা মূর্খ্য,সাংবাদিক অমিত কান্তি দেব,চলচ্চিত্র নির্মাতা হেমন্ত সাদিক, মৌমিতা জান্নাত, প্রযতেœর একবাল হোসেন জুপিটার, নারায়ণগঞ্জের রুপগাঁও এর জান্নাতুল সিগ্ধা, দুনিয়ারি‘র আহাদুল মিরাজসহ বাংলাদেশের সামাজিক ও পরিবেশকর্মীগণ।
নেত্রকোনা : বই মোড়ক উন্মোচনে অতিথিরা -সংবাদ
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
নদী-হাওর-বিল-খাল কেন্দ্রিক জীবন ব্যবস্থার ওপর লিখিত ময়মনসিংহ অঞ্চলের জলাভূমি ও জনজীবন বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনার আটপাড়া উপজেলার রামেশ্বরপুর বারসিক রিসোর্স সেন্টারের হলরুমে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। বইটি ১৭৮ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে বারসিক লিখেছেন বারসিক নেত্রকোনা আঞ্চলিক সমন্বয়কারী : লেখক ও গবেষক মো. অহিদুর রহমান। প্রচ্ছদ এঁকেছেন : শাহেদা আজবেলা পূর্ণা, আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক গবেষক প্রফেসর ননী গোপাল সরকার, আরো উপস্থিত ছিলেন লেখক গবেষক ও বারসিকের শিক্ষা,সংস্কৃতি ও বৈচিত্র্য বিভাগের পরিচালক পাভেল পার্থ প্রমুখ।
বাংলাদেশ গাছ বাঁচাও আন্দোলনের সমন্বয়ক পরিবেশ কর্মী আমিরুল রাজিব,গায়ক কোয়াশা মূর্খ্য,সাংবাদিক অমিত কান্তি দেব,চলচ্চিত্র নির্মাতা হেমন্ত সাদিক, মৌমিতা জান্নাত, প্রযতেœর একবাল হোসেন জুপিটার, নারায়ণগঞ্জের রুপগাঁও এর জান্নাতুল সিগ্ধা, দুনিয়ারি‘র আহাদুল মিরাজসহ বাংলাদেশের সামাজিক ও পরিবেশকর্মীগণ।