গত রোববার গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থি এলাকায় একটি লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে গেলে মৃত ব্যক্তির পাঁচ স্বজন আহত হন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে এবং আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন আহতদের উদ্ধৃত করে জানান, ঢাকার শ্যামলী এলাকা থেকে মৃতদেহটি নিয়ে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার দাসপাড়ার উদ্দেশে রওনা হওয়া অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে লাশের সঙ্গে থাকা পাঁচ স্বজন আহত হন।
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
গত রোববার গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থি এলাকায় একটি লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে গেলে মৃত ব্যক্তির পাঁচ স্বজন আহত হন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে এবং আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন আহতদের উদ্ধৃত করে জানান, ঢাকার শ্যামলী এলাকা থেকে মৃতদেহটি নিয়ে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার দাসপাড়ার উদ্দেশে রওনা হওয়া অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে লাশের সঙ্গে থাকা পাঁচ স্বজন আহত হন।