আগৈলঝাড়া (বরিশাল) : আশ্রয়ণ প্রকল্পের লোকজনের চলাচলের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে দৃস্কৃতকারীরা -সংবাদ
বরিশালের আগৈলঝাড়ায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে স্থানীয় কিছু ব্যক্তি। বর্তমানে প্রকল্পের লোকজন ঘরে আটকে পড়েছেন। উপজেলা প্রশাসন সরজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় অতি দরিদ্রদের জন্য সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মজিদ খাঁ ও সেলিম খাঁর কাছ থেকে ২০ শতাংশ জমি কিনে পূর্ব ফুল্লশ্রী গ্রামে ৮টি ঘর নির্মাণ করা হয়।
তবে প্রকল্পে বসবাসকারী পরিবারগুলোর ঘর থেকে বের হওয়ার জন্য আলাদা কোনো নির্দিষ্ট রাস্তা ছিল না। তারা পূর্ব পাশের জলিল খাঁ, তৈয়ব আলী খাঁসহ ৬-৭টি পরিবারের জমির ওপর দিয়ে যাতায়াত করতেন। তবে আশ্রয়ণ প্রকল্পের লোকজনের ‘অত্যাচারে অতিষ্ঠ’ হয়ে ওই পরিবারগুলো ৪ দিন আগে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়। ফলে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা এখন কার্যত অবরুদ্ধ।
এ বিষয়ে জলিল খাঁ ও তৈয়ব আলী খাঁ সাংবাদিকদের বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের সময় আমরা উপজেলা প্রশাসনকে পথের ব্যাপারে জানিয়েছিলাম। তখন তারা পথ তৈরি করে দেবে বলে আশ্বাস দিয়েছিল।
কিন্তু এখন বাসিন্দাদের আচরণে অতিষ্ঠ হয়ে আমরা বাধ্য হয়ে বেড়া দিয়েছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক সাংবাদিকদের বলেন, ‘কোনো ব্যক্তি অন্যের চলাচলের পথ বন্ধ করতে পারে না।
কেউ যদি তা করে থাকে, বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আগৈলঝাড়া (বরিশাল) : আশ্রয়ণ প্রকল্পের লোকজনের চলাচলের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে দৃস্কৃতকারীরা -সংবাদ
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
বরিশালের আগৈলঝাড়ায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে স্থানীয় কিছু ব্যক্তি। বর্তমানে প্রকল্পের লোকজন ঘরে আটকে পড়েছেন। উপজেলা প্রশাসন সরজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় অতি দরিদ্রদের জন্য সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মজিদ খাঁ ও সেলিম খাঁর কাছ থেকে ২০ শতাংশ জমি কিনে পূর্ব ফুল্লশ্রী গ্রামে ৮টি ঘর নির্মাণ করা হয়।
তবে প্রকল্পে বসবাসকারী পরিবারগুলোর ঘর থেকে বের হওয়ার জন্য আলাদা কোনো নির্দিষ্ট রাস্তা ছিল না। তারা পূর্ব পাশের জলিল খাঁ, তৈয়ব আলী খাঁসহ ৬-৭টি পরিবারের জমির ওপর দিয়ে যাতায়াত করতেন। তবে আশ্রয়ণ প্রকল্পের লোকজনের ‘অত্যাচারে অতিষ্ঠ’ হয়ে ওই পরিবারগুলো ৪ দিন আগে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়। ফলে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা এখন কার্যত অবরুদ্ধ।
এ বিষয়ে জলিল খাঁ ও তৈয়ব আলী খাঁ সাংবাদিকদের বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের সময় আমরা উপজেলা প্রশাসনকে পথের ব্যাপারে জানিয়েছিলাম। তখন তারা পথ তৈরি করে দেবে বলে আশ্বাস দিয়েছিল।
কিন্তু এখন বাসিন্দাদের আচরণে অতিষ্ঠ হয়ে আমরা বাধ্য হয়ে বেড়া দিয়েছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক সাংবাদিকদের বলেন, ‘কোনো ব্যক্তি অন্যের চলাচলের পথ বন্ধ করতে পারে না।
কেউ যদি তা করে থাকে, বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’