হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ডেবনারপুল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজি (হবিগঞ্জ থ-১১-৯১১) এবং আউশকান্দি থেকে আসা একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৯-৬৯৯) এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং চারজন গুরুতর আহত হন।
নিহত ব্যক্তি হলেন সিলেট জেলার ওসমানীনগর থানার বরকতপুর গ্রামের মৃত কবির মিয়ার ছেলে নূর আলী (৫৫)। আহত চারজন হলেন নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের আওলাদ মিয়ার ছেলে মাসুম মিয়া, নবীগঞ্জ উপজেলার ছোট শাখোয়া গ্রামের হারুন মিয়ার ছেলে আবুল হোসেন, বানিয়াচং থানার নন্দিপাড়া এলাকার সেরুল খানের ছেলে ইয়াজুর হুসেন এবং সিলেট জেলা ওসমানীনগর থানার রহমতপুর গ্রামের হাছন উল্লার ছেলে আছগর উল্লা মিয়া।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনকে রেফার করা হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় ব্যবহৃত সিএনজি ও পিকআপ আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বুধবার, ২৩ জুলাই ২০২৫
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ডেবনারপুল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজি (হবিগঞ্জ থ-১১-৯১১) এবং আউশকান্দি থেকে আসা একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৯-৬৯৯) এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং চারজন গুরুতর আহত হন।
নিহত ব্যক্তি হলেন সিলেট জেলার ওসমানীনগর থানার বরকতপুর গ্রামের মৃত কবির মিয়ার ছেলে নূর আলী (৫৫)। আহত চারজন হলেন নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের আওলাদ মিয়ার ছেলে মাসুম মিয়া, নবীগঞ্জ উপজেলার ছোট শাখোয়া গ্রামের হারুন মিয়ার ছেলে আবুল হোসেন, বানিয়াচং থানার নন্দিপাড়া এলাকার সেরুল খানের ছেলে ইয়াজুর হুসেন এবং সিলেট জেলা ওসমানীনগর থানার রহমতপুর গ্রামের হাছন উল্লার ছেলে আছগর উল্লা মিয়া।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনকে রেফার করা হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় ব্যবহৃত সিএনজি ও পিকআপ আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।