দোহার (ঢাকা) : আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্রসহ আটক ডাকাত সদস্যরা -সংবাদ
ঢাকার দোহার উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে থানা পুলিশ। গত সোমবার রাত ২টার দিকে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা মুন্সিবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের শিলাকোঠা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মো. জসিম (৪৩), একই গ্রামের মাহাতাব উদ্দিন আহম্মেদের ছেলে দাউদ আহম্মেদ পাভেল (৪৯), একই গ্রামের মৃত লুৎফর বেপারীর ছেলে কারণ বেপারী (২৫), পশ্চিম শিলাকোঠা গ্রামের মো. মোস্তফার ছেলে আল-আমিন শেখ (২০), আন্তা বাহ্রা গ্রামের শেখ রহমানের ছেলে শেখ নয়ন (২০), শিলাকোঠা গ্রামের শেখ তোতা মিয়ার ছেলে শেখ মিরাজ হোসেন (২৫)। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আটককৃতদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
দোহার (ঢাকা) : আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্রসহ আটক ডাকাত সদস্যরা -সংবাদ
বুধবার, ২৩ জুলাই ২০২৫
ঢাকার দোহার উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে থানা পুলিশ। গত সোমবার রাত ২টার দিকে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা মুন্সিবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের শিলাকোঠা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মো. জসিম (৪৩), একই গ্রামের মাহাতাব উদ্দিন আহম্মেদের ছেলে দাউদ আহম্মেদ পাভেল (৪৯), একই গ্রামের মৃত লুৎফর বেপারীর ছেলে কারণ বেপারী (২৫), পশ্চিম শিলাকোঠা গ্রামের মো. মোস্তফার ছেলে আল-আমিন শেখ (২০), আন্তা বাহ্রা গ্রামের শেখ রহমানের ছেলে শেখ নয়ন (২০), শিলাকোঠা গ্রামের শেখ তোতা মিয়ার ছেলে শেখ মিরাজ হোসেন (২৫)। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আটককৃতদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।