জামালপুরের মাদারগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে বিষাক্তগ্যাসে চাচা ও ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে ৪টায় মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া মধ্যপাড়া এ ঘটনা ঘটেছে। নিহত মোশারফ হোসেন (৩০), পিতা- সুরুজ মন্ডল এবং নিহত জদু মন্ডল (৫০), পিতা- মৃত জোনাব মন্ডল। নিহতরা সম্পর্কে চাচা ও ভাতিজা।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. রইস উদ্দিন সংবাদ কে বলেন, তারা দুজন একটি মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সেন্টারিং খোলার জন্য প্রথমে জদু মন্ডল ট্যাংকের ভেতরে নামেন। কিন্তু কিছুক্ষণ পর তার কোনো সাড়া না পাওয়ায় তাকে উদ্ধার করার জন্য ভাতিজা মোশারফ হোসেনও ট্যাংকে নামেন। এরপর কিছুক্ষণ পর দু জনের কোন সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা এ বিষয়টি টের পেয়ে তাদের নাম ধরে ডাকাডাকি করে ও প্রাথমিক ভাবে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। কোন উপায় খুজে না পেয়ে অবশেষে জামালপুর ফায়ার সার্ভিস ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হয়। খবর পেয়ে জামালপুর ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করার পর অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সালেহ মেহেদী তাদের মৃত ঘোষণা করেন।
বুধবার, ২৩ জুলাই ২০২৫
জামালপুরের মাদারগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে বিষাক্তগ্যাসে চাচা ও ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে ৪টায় মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া মধ্যপাড়া এ ঘটনা ঘটেছে। নিহত মোশারফ হোসেন (৩০), পিতা- সুরুজ মন্ডল এবং নিহত জদু মন্ডল (৫০), পিতা- মৃত জোনাব মন্ডল। নিহতরা সম্পর্কে চাচা ও ভাতিজা।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. রইস উদ্দিন সংবাদ কে বলেন, তারা দুজন একটি মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সেন্টারিং খোলার জন্য প্রথমে জদু মন্ডল ট্যাংকের ভেতরে নামেন। কিন্তু কিছুক্ষণ পর তার কোনো সাড়া না পাওয়ায় তাকে উদ্ধার করার জন্য ভাতিজা মোশারফ হোসেনও ট্যাংকে নামেন। এরপর কিছুক্ষণ পর দু জনের কোন সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা এ বিষয়টি টের পেয়ে তাদের নাম ধরে ডাকাডাকি করে ও প্রাথমিক ভাবে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। কোন উপায় খুজে না পেয়ে অবশেষে জামালপুর ফায়ার সার্ভিস ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হয়। খবর পেয়ে জামালপুর ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করার পর অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সালেহ মেহেদী তাদের মৃত ঘোষণা করেন।