দেবীদ্বার (কুমিল্লা) : শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ -সংবাদ
দেবীদ্বারে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮২০ জন কৃষক কণ্যার মাঝে ৪টি করে বিনামূল্যে নিম, বেল, জাম ও কাঠালের চারাসহ প্রায় ৩ হাজার ৫শত দেশী জাতের চারা বিতরণ করা হয়েছে। বুধবার(২৩-০৭-২০২৫) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে জন প্রতি ৪ টি করে চারা বিতরণ করা হয়। চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন কারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। উদ্বোধনী বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, জীবন বাঁচাতে এবং পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় ফল, ঔষধী ও কাঠের চারা রোপনের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, পরিবেশ বিপর্যয় থেকে আগামী প্রজন্মেকে সুরক্ষায় বৃক্ষের চারা রোপনের মাধ্যমে প্রতিটি বাড়ির আঙ্গীনাকে এক একটি অক্সিজেন ফ্যাক্টরীতে পরিনত করতে হবে। স্বাস্থ্য সুরক্ষায় ফরমালিনমুক্ত দেশীয় ফল, ঔষধী গাছ যেমন প্রয়োজন, তেমনি বেঁচে থাকার জন্য অক্সিজেন পেতে বনায়নেরও প্রয়োজন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান নাফি, কৃষি সম্প্রসারন কর্মকর্তা ওয়াদুদ নেওয়াজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দেবীদ্বার (কুমিল্লা) : শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ -সংবাদ
বুধবার, ২৩ জুলাই ২০২৫
দেবীদ্বারে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮২০ জন কৃষক কণ্যার মাঝে ৪টি করে বিনামূল্যে নিম, বেল, জাম ও কাঠালের চারাসহ প্রায় ৩ হাজার ৫শত দেশী জাতের চারা বিতরণ করা হয়েছে। বুধবার(২৩-০৭-২০২৫) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে জন প্রতি ৪ টি করে চারা বিতরণ করা হয়। চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন কারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। উদ্বোধনী বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, জীবন বাঁচাতে এবং পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় ফল, ঔষধী ও কাঠের চারা রোপনের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, পরিবেশ বিপর্যয় থেকে আগামী প্রজন্মেকে সুরক্ষায় বৃক্ষের চারা রোপনের মাধ্যমে প্রতিটি বাড়ির আঙ্গীনাকে এক একটি অক্সিজেন ফ্যাক্টরীতে পরিনত করতে হবে। স্বাস্থ্য সুরক্ষায় ফরমালিনমুক্ত দেশীয় ফল, ঔষধী গাছ যেমন প্রয়োজন, তেমনি বেঁচে থাকার জন্য অক্সিজেন পেতে বনায়নেরও প্রয়োজন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান নাফি, কৃষি সম্প্রসারন কর্মকর্তা ওয়াদুদ নেওয়াজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।