মুন্সীগঞ্জ সদর উপজেলার বাঘাইকান্দি এলাকায় বাকি টাকা নিয়ে বিরোধের জেরে নিহত মাহিম সরকার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৩-০৭-২০২৫) সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে আলহাজ্ব এম এ খালেক আদর্শ উচ্চ বিদ্যালয় ও এলাকার সাধারণ জনগণ। মানববন্ধনে নিহত মাহিমের বাবা সবুজ সরকার, মা, ভাইসহ পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসী অংশ নেন। বক্তারা এসময় মামলার প্রধান আসামি নাঈম শিকদারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ও পলাতক আসামি ইমরানের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, গত ২৮ মে বাঘাইকান্দি এলাকায় বাকি টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত হন মাহিম সরকার (২০)। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ঢাকার ইসলামিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মে তিনি মারা যান।
বুধবার, ২৩ জুলাই ২০২৫
মুন্সীগঞ্জ সদর উপজেলার বাঘাইকান্দি এলাকায় বাকি টাকা নিয়ে বিরোধের জেরে নিহত মাহিম সরকার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৩-০৭-২০২৫) সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে আলহাজ্ব এম এ খালেক আদর্শ উচ্চ বিদ্যালয় ও এলাকার সাধারণ জনগণ। মানববন্ধনে নিহত মাহিমের বাবা সবুজ সরকার, মা, ভাইসহ পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসী অংশ নেন। বক্তারা এসময় মামলার প্রধান আসামি নাঈম শিকদারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ও পলাতক আসামি ইমরানের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, গত ২৮ মে বাঘাইকান্দি এলাকায় বাকি টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত হন মাহিম সরকার (২০)। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ঢাকার ইসলামিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মে তিনি মারা যান।