লালপুর (নাটোর) : ভাঙচুর করা কালীমন্দিরের প্রতিমা -সংবাদ
নাটোরের লালপুরে দুড়দুড়িয়া ইউনিয়নের হালুডাঙ্গা মহাশ্মশানের কালী মন্দিরে প্রতীমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি এলাকায় মানুষের মধ্যে চাঞ্চল্যেরে সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আর সকালে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান ও থানার ওসি মমিনুজ্জামানসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। মন্দির কমিটির সভাপতি শ্রী নরেশ চন্দ্র মন্ডল বলেন, রাতে কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানি না। ঘটনাটি তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃংখলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।
লালপুর (নাটোর) : ভাঙচুর করা কালীমন্দিরের প্রতিমা -সংবাদ
বুধবার, ২৩ জুলাই ২০২৫
নাটোরের লালপুরে দুড়দুড়িয়া ইউনিয়নের হালুডাঙ্গা মহাশ্মশানের কালী মন্দিরে প্রতীমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি এলাকায় মানুষের মধ্যে চাঞ্চল্যেরে সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আর সকালে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান ও থানার ওসি মমিনুজ্জামানসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। মন্দির কমিটির সভাপতি শ্রী নরেশ চন্দ্র মন্ডল বলেন, রাতে কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানি না। ঘটনাটি তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃংখলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।