সবাইকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে পরলোকে চলে গেলেন দৈনিক সংবাদ গলাচিপা প্রতিনিধি ও গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড। রিচার্ড কয়েকদিন ধরে মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি নিঃসন্তান অবস্থায় মা ও স্ত্রীকে রেখে এ পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় গলাচিপায় তার জানাজা অনুষ্টিত হয়। পরে গলাচিপা পৌর গোরস্থানে তাকে শায়িত করা হয়েছে। এদিকে মুশফিকুর রহমান রিচার্ডের মৃত্যুতে পটুয়াখালী প্রেসক্লাব, গলাচিপা প্রেসক্লাব, মির্জাগঞ্জ প্রেসক্লাব ও পটুয়াখালী সংবাদ প্রতিনিধির পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
বুধবার, ২৩ জুলাই ২০২৫
সবাইকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে পরলোকে চলে গেলেন দৈনিক সংবাদ গলাচিপা প্রতিনিধি ও গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড। রিচার্ড কয়েকদিন ধরে মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি নিঃসন্তান অবস্থায় মা ও স্ত্রীকে রেখে এ পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় গলাচিপায় তার জানাজা অনুষ্টিত হয়। পরে গলাচিপা পৌর গোরস্থানে তাকে শায়িত করা হয়েছে। এদিকে মুশফিকুর রহমান রিচার্ডের মৃত্যুতে পটুয়াখালী প্রেসক্লাব, গলাচিপা প্রেসক্লাব, মির্জাগঞ্জ প্রেসক্লাব ও পটুয়াখালী সংবাদ প্রতিনিধির পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।