অপার সম্ভাবনার দুয়ার হাওড়। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সাত জেলার ২৫ হাজার বর্গকিলোমিটার এলাকা নিয়ে হাওরাঞ্চল। এক একটি হাওড় যেন রুপের খনি। হাওড় বাওড় বেষ্টিত নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা। এখানে রয়েছে ডিঙ্গাপোতা হাওর। এ হাওড়জুড়ে ছিল বিভিন্ন জলজ উদ্ভিদের সমাহার। এমন এক সময় ছিল হাওড়ে জন্মাত বিভিন্ন রকমের জলজ উদ্ভিদ। এগুলো হলো, চাইল্যা, বন তুলসি, ইকর, উলুছন, মান্দার, ফুটকি, বিন্না, কাইস্যা, নলখাগড়া, পালই ইত্যাদি। হাওরে বর্ষায় বাড়ি ভাঙন রোধে চাইল্যা ব্যবহৃত হতো। উলুছন,বিন্নাছন ব্যবহৃত হতো ঘর ছানি দেয়ার কাজে। কিছু কিছু উদ্ভিদ হাওরবাসীর জ্বালানির চাহিদা মেটাত। এসব উদ্ভিদ জন্মাত হাওরের উঁচু জায়গায়। স্হানীয় ভাষায় যেগুলোকে কান্দা বলা হয়। এক সময় এসব কান্দা অনাবাদি ছিল।
জনসংখ্যা বাড়ার সাথে সাথে অনাবাদি জায়গা আবাদের আওতায় আসাতে বিলুপ্ত হয়ে যাচ্ছে হাওরের বিভিন্ন জলজ উদ্ভিদ।
এসব উদ্ভিদ ও বন বিভিন্ন হাওর পাখির আবাস ও বর্ষায় মাছের আবাস ছিল। আবাস হারা হয়ে বিভিন্ন প্রজাতির পাখি ও মাছও হারিয়ে যাচ্ছে। মাঝে মাঝে হাওরাঞ্চলে পানি সহিষ্ণু হিজল করচ গাছ থাকলেও উল্লেখিত জলজ উদ্ভিদগুলো বিস্মৃতির অতল তলে হারিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
অপার সম্ভাবনার দুয়ার হাওড়। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সাত জেলার ২৫ হাজার বর্গকিলোমিটার এলাকা নিয়ে হাওরাঞ্চল। এক একটি হাওড় যেন রুপের খনি। হাওড় বাওড় বেষ্টিত নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা। এখানে রয়েছে ডিঙ্গাপোতা হাওর। এ হাওড়জুড়ে ছিল বিভিন্ন জলজ উদ্ভিদের সমাহার। এমন এক সময় ছিল হাওড়ে জন্মাত বিভিন্ন রকমের জলজ উদ্ভিদ। এগুলো হলো, চাইল্যা, বন তুলসি, ইকর, উলুছন, মান্দার, ফুটকি, বিন্না, কাইস্যা, নলখাগড়া, পালই ইত্যাদি। হাওরে বর্ষায় বাড়ি ভাঙন রোধে চাইল্যা ব্যবহৃত হতো। উলুছন,বিন্নাছন ব্যবহৃত হতো ঘর ছানি দেয়ার কাজে। কিছু কিছু উদ্ভিদ হাওরবাসীর জ্বালানির চাহিদা মেটাত। এসব উদ্ভিদ জন্মাত হাওরের উঁচু জায়গায়। স্হানীয় ভাষায় যেগুলোকে কান্দা বলা হয়। এক সময় এসব কান্দা অনাবাদি ছিল।
জনসংখ্যা বাড়ার সাথে সাথে অনাবাদি জায়গা আবাদের আওতায় আসাতে বিলুপ্ত হয়ে যাচ্ছে হাওরের বিভিন্ন জলজ উদ্ভিদ।
এসব উদ্ভিদ ও বন বিভিন্ন হাওর পাখির আবাস ও বর্ষায় মাছের আবাস ছিল। আবাস হারা হয়ে বিভিন্ন প্রজাতির পাখি ও মাছও হারিয়ে যাচ্ছে। মাঝে মাঝে হাওরাঞ্চলে পানি সহিষ্ণু হিজল করচ গাছ থাকলেও উল্লেখিত জলজ উদ্ভিদগুলো বিস্মৃতির অতল তলে হারিয়ে যাচ্ছে।