রংপুরের বদরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা লোহানীপাড়া ইউনিয়ন পরিষদ প্রশাসকের দায়িত্ব পেয়ে সাড়ে তিন মাসে অফিস করেছেন মাত্র তিন দিন। ফলে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
জানা যায়, জুলাই আন্দোলনের পর লোহানীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রাকিব হাসান শাহ ওরফে ডলু শাহ আত্মগোপণে চলে যান। একারণে এসিল্যা- মালিহা খানমকে ইউনিয়ন প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়। তিনি বেশ কিছুদিন দায়িত্ব পালন করে অন্যত্র বদলি হন। একারণে ইউপি কার্যালয়ের অচলাবস্থা কাটাতে ও নাগরিক সেবা অক্ষুন্ন রাখতে ১৩ এপ্রিল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শরিফুল ইসলামকে ইউপি প্রশাসক হিসেবে নতুন করে দায়িত্ব দেয়া হয়। তবে তার দায়িত্ব প্রাপ্তির সাড়ে তিন মাসে তিনি অফিস করেছেন মাত্র তিন দিন। ফলে নাগরিক সেবা কার্যক্রম পুরোপুরি ভেঙে পড়েছে। সাধারণ মানুষজনও রয়েছেন চরম ভোগান্তিতে।
লোহানীপাড়া ইউপি সদস্যরা বিষয়টি স্বীকার করে বলেন, প্রশাসক না আসায় ইউনিয়ন পরিষদের সব কাজ আটকে আছে। ইউনিয়ন পরিষদকে পুরোপুরি সচল করতে হলে তাকে নিয়মিত অফিসে বসতে হবে। নতুবা জরুরি ভিত্তিতে প্যানেল চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।
এ বিষয়ে জানতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও লোহানীপাড়া ইউপি প্রশাসক শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিজ দপ্তর সামলানোর পাশাপাশি আরো দুই-একটি দপ্তরে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। একারণে ইউপি কার্যালয়ে বসার সুযোগ হয়না। ফলে ইউপি কার্যক্রম গতিহীন হয়ে পড়েছে। তিনি এও বলেন, একটি স্বাক্ষরের জন্য একজন সাধারণ মানুষ ১৮ থেকে ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ে আসেন। দীর্ঘ সময় অপেক্ষার পর তিনি হয়তো দেখা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন। এটা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তি যা আমি কখনোই অস্বীকার করিনা। কিন্তু আমার তো কোন উপায় নেই।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। জরুরি ভিত্তিতে লোহানীপাড়া ইউপি’র কার্যক্রম সচল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
রংপুরের বদরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা লোহানীপাড়া ইউনিয়ন পরিষদ প্রশাসকের দায়িত্ব পেয়ে সাড়ে তিন মাসে অফিস করেছেন মাত্র তিন দিন। ফলে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
জানা যায়, জুলাই আন্দোলনের পর লোহানীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রাকিব হাসান শাহ ওরফে ডলু শাহ আত্মগোপণে চলে যান। একারণে এসিল্যা- মালিহা খানমকে ইউনিয়ন প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়। তিনি বেশ কিছুদিন দায়িত্ব পালন করে অন্যত্র বদলি হন। একারণে ইউপি কার্যালয়ের অচলাবস্থা কাটাতে ও নাগরিক সেবা অক্ষুন্ন রাখতে ১৩ এপ্রিল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শরিফুল ইসলামকে ইউপি প্রশাসক হিসেবে নতুন করে দায়িত্ব দেয়া হয়। তবে তার দায়িত্ব প্রাপ্তির সাড়ে তিন মাসে তিনি অফিস করেছেন মাত্র তিন দিন। ফলে নাগরিক সেবা কার্যক্রম পুরোপুরি ভেঙে পড়েছে। সাধারণ মানুষজনও রয়েছেন চরম ভোগান্তিতে।
লোহানীপাড়া ইউপি সদস্যরা বিষয়টি স্বীকার করে বলেন, প্রশাসক না আসায় ইউনিয়ন পরিষদের সব কাজ আটকে আছে। ইউনিয়ন পরিষদকে পুরোপুরি সচল করতে হলে তাকে নিয়মিত অফিসে বসতে হবে। নতুবা জরুরি ভিত্তিতে প্যানেল চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।
এ বিষয়ে জানতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও লোহানীপাড়া ইউপি প্রশাসক শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিজ দপ্তর সামলানোর পাশাপাশি আরো দুই-একটি দপ্তরে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। একারণে ইউপি কার্যালয়ে বসার সুযোগ হয়না। ফলে ইউপি কার্যক্রম গতিহীন হয়ে পড়েছে। তিনি এও বলেন, একটি স্বাক্ষরের জন্য একজন সাধারণ মানুষ ১৮ থেকে ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ে আসেন। দীর্ঘ সময় অপেক্ষার পর তিনি হয়তো দেখা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন। এটা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তি যা আমি কখনোই অস্বীকার করিনা। কিন্তু আমার তো কোন উপায় নেই।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। জরুরি ভিত্তিতে লোহানীপাড়া ইউপি’র কার্যক্রম সচল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।