কক্সবাজারের টেকনাফে বোরকা পরে নারীর ছদ্মবেশে চলাফেরার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম রসিদ আহমদ (২৭)। তিনি টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ফরিদ আহমদের ছেলে।
গত মঙ্গলবার দিবাগত রাতে টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন চেকপোস্টে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
ওসি জানান, রাতে ডিউটিরত পুলিশ ও ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা কালো বোরকা পরা এক ব্যক্তিকে নারীর ছদ্মবেশে চেকপোস্ট অতিক্রম করতে দেখে সন্দেহ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কথাবার্তায় গরমিল ধরা পড়ে এবং ক্যাম্পে প্রবেশ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্যও দিতে ব্যর্থ হন তিনি।
পরে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। বোরকা খুলে দেখা যায়, তিনি একজন পুরুষ।
ওসি আরও বলেন, আটক রোহিঙ্গা যুবক ছদ্মবেশে থেকে ডাকাতি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
কক্সবাজারের টেকনাফে বোরকা পরে নারীর ছদ্মবেশে চলাফেরার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম রসিদ আহমদ (২৭)। তিনি টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ফরিদ আহমদের ছেলে।
গত মঙ্গলবার দিবাগত রাতে টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন চেকপোস্টে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
ওসি জানান, রাতে ডিউটিরত পুলিশ ও ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা কালো বোরকা পরা এক ব্যক্তিকে নারীর ছদ্মবেশে চেকপোস্ট অতিক্রম করতে দেখে সন্দেহ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কথাবার্তায় গরমিল ধরা পড়ে এবং ক্যাম্পে প্রবেশ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্যও দিতে ব্যর্থ হন তিনি।
পরে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। বোরকা খুলে দেখা যায়, তিনি একজন পুরুষ।
ওসি আরও বলেন, আটক রোহিঙ্গা যুবক ছদ্মবেশে থেকে ডাকাতি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।