চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামান উদ্দিনকে (৫৬) পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঠাল মাদ্রাসা মোড় থেকে বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জামান উদ্দিন গোমস্তাপুর উপজেলার বাজারপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গতকার বুধবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, জামান উদ্দিনকে দেখতে পেয়ে স্থানীয় জনতা তাকে ধরে ফেলে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেন। গ্রেপ্তারকৃত জামান উদ্দিনের বিরুদ্ধে পেনাল কোডসহ ১৯০৮ সালের বিস্ফোরক মামলা রয়েছে । তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামান উদ্দিনকে (৫৬) পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঠাল মাদ্রাসা মোড় থেকে বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জামান উদ্দিন গোমস্তাপুর উপজেলার বাজারপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গতকার বুধবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, জামান উদ্দিনকে দেখতে পেয়ে স্থানীয় জনতা তাকে ধরে ফেলে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেন। গ্রেপ্তারকৃত জামান উদ্দিনের বিরুদ্ধে পেনাল কোডসহ ১৯০৮ সালের বিস্ফোরক মামলা রয়েছে । তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।