তাহিরপুর (সুনামগঞ্জ) : জব্দকৃত ভারতীয় পণ্য -সংবাদ
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাংগালভিটা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে চোরাই পথে নিয়ে আসা কোটি টাকার ভারতীয় শাড়ী, লেহেঙ্গা এবং থান কাপড় আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা। শুক্রবার(২৫-০৭-২০২৫) সকাল ৮টার সময় বাংগালভিটা অভিযান চালিয়ে মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাঝেরছড়া নামক স্থান থেকে এসব অবৈধ পণ্য আটক করে।
এর সত্যতা নিশ্চিত করেন সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি শুক্রবার দুপুরে সংবাদ’কে বলেন, বাংগালভিটা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১১৯০/১৭-এস এলাকার জেলার মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাঝেরছড়া দিয়ে একটি চোরাচালানকারী চক্র অবৈধভাবে ভারত থেকে পণ্য চোরাচালান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংগালভিটা বিওপির বিজিবির একটি টহল দল মাঝেরছড়ায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্তিতির টের পেয়ে প্লাস্টিকের বস্তা ভর্তি ওইসব মালামাল রেখে পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় উদ্ধার পূর্বক বিওপিতে নিয়ে আসে। এ সময় বিজিবি বস্তার বিতর ভারতীয় ৭১২ পিস শাড়ী, ২০ পিস লেহেঙ্গা এবং ১২০০ গজ থান কাপড় উদ্ধার করে- যার আনুমানিক সিজার মূল্য-১ কোটি ১ এক লক্ষ ৫৮ হাজার টাকা।
এ ব্যাপারে অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ী, লেহেঙ্গা এবং থান কাপড় শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তাহিরপুর (সুনামগঞ্জ) : জব্দকৃত ভারতীয় পণ্য -সংবাদ
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাংগালভিটা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে চোরাই পথে নিয়ে আসা কোটি টাকার ভারতীয় শাড়ী, লেহেঙ্গা এবং থান কাপড় আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা। শুক্রবার(২৫-০৭-২০২৫) সকাল ৮টার সময় বাংগালভিটা অভিযান চালিয়ে মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাঝেরছড়া নামক স্থান থেকে এসব অবৈধ পণ্য আটক করে।
এর সত্যতা নিশ্চিত করেন সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি শুক্রবার দুপুরে সংবাদ’কে বলেন, বাংগালভিটা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১১৯০/১৭-এস এলাকার জেলার মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাঝেরছড়া দিয়ে একটি চোরাচালানকারী চক্র অবৈধভাবে ভারত থেকে পণ্য চোরাচালান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংগালভিটা বিওপির বিজিবির একটি টহল দল মাঝেরছড়ায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্তিতির টের পেয়ে প্লাস্টিকের বস্তা ভর্তি ওইসব মালামাল রেখে পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় উদ্ধার পূর্বক বিওপিতে নিয়ে আসে। এ সময় বিজিবি বস্তার বিতর ভারতীয় ৭১২ পিস শাড়ী, ২০ পিস লেহেঙ্গা এবং ১২০০ গজ থান কাপড় উদ্ধার করে- যার আনুমানিক সিজার মূল্য-১ কোটি ১ এক লক্ষ ৫৮ হাজার টাকা।
এ ব্যাপারে অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ী, লেহেঙ্গা এবং থান কাপড় শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।