ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিমচর এলাকায় মামুন বেপারির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার(২৫-০৭-২০২৫) ভোরে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল এ সময়ে ঘরের বিভিন্ন কক্ষের আলমারি থেকে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, ৩০০ মার্কিন ডলার এবং টাকাসহ আনুমানিক ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে এবং দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে তারা ঘরের বিভিন্ন কক্ষের আলমারি থেকে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, ৩০০ মার্কিন ডলার এবং নগদ টাকা সহ আনুমানিক ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী বাড়ির মালিক মো. মামুন বেপারি জানান, ডাকাত দল জানালার গ্রিল কেটে অতর্কিত ঘরে ঢুকে আমাদের জিম্মি করে ফেলে। কোনো প্রতিরোধের সুযোগই পাইনি।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আলী জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত শুরু হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছি। খুব দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিমচর এলাকায় মামুন বেপারির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার(২৫-০৭-২০২৫) ভোরে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল এ সময়ে ঘরের বিভিন্ন কক্ষের আলমারি থেকে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, ৩০০ মার্কিন ডলার এবং টাকাসহ আনুমানিক ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে এবং দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে তারা ঘরের বিভিন্ন কক্ষের আলমারি থেকে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, ৩০০ মার্কিন ডলার এবং নগদ টাকা সহ আনুমানিক ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী বাড়ির মালিক মো. মামুন বেপারি জানান, ডাকাত দল জানালার গ্রিল কেটে অতর্কিত ঘরে ঢুকে আমাদের জিম্মি করে ফেলে। কোনো প্রতিরোধের সুযোগই পাইনি।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আলী জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত শুরু হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছি। খুব দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।