বেতাগী (বরগুনা) : পুড়ে যাওয়া বাড়ি -সংবাদ
বরগুনার বেতাগী উপজেলায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে দুটি পরিবারের বসতঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে জয়নাল খান ও হাকিম খান নামের দুটি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। এছাড়া আরও দুটি পরিবার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে বেতাগী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বেতাগী গ্রামে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সরেজমিনে দেখা গেছে, বেতাগী সদর ইউনিয়নের দক্ষিণ বেতাগী ৭ নম্বর ওয়ার্ডে এলাকায় ‘আব্দুল হাই’ স্যারের বাড়িতে। আকস্মিক এই আগুনে জয়নাল খান ও হাকিম খানের দুটি ঘর এবং তাদের আসবাবপত্রসহ সকল মালামাল পুড়ে যায়। মুহূর্তের মধ্যে দুটি পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়। আগুনের লেলিহান শিখা পাশের মন্টু খান ও খলিল হাওলাদারের ঘরেও ছড়িয়ে পড়ে, এতে তাদের ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. তাইজুল ইসলাম বলেন,’ অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয়রা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেন। রাস্তা সরু থাকার কারণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা যেতে বিলম্ব করেন। পরে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন।
এই হৃদয়বিদারক ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল সিকদার। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অবস্থা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাদের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় বিপুল সিকদার বলেন, এই মানুষগুলোর সবই তো পুড়ে গেছে, তাদের হয়তো কিছুই নাই। তাই একটু সাময়িক স্বস্তি ও সাহস যোগাতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। উপজেলা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সাময়িক স্বস্তি পেলেও তাদের চোখে-মুখে ছিল সবকিছু হারানোর যন্ত্রণা। ভয়াবহ এই আগুনে দুটি পরিবার তাদের সারা জীবনের সঞ্চয় হারিয়ে এখন দিশেহারা। এলাকাবাসী ও সুশীল সমাজ এই নিঃস্ব পরিবারগুলোর পুনর্বাসনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
বেতাগী (বরগুনা) : পুড়ে যাওয়া বাড়ি -সংবাদ
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
বরগুনার বেতাগী উপজেলায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে দুটি পরিবারের বসতঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে জয়নাল খান ও হাকিম খান নামের দুটি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। এছাড়া আরও দুটি পরিবার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে বেতাগী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বেতাগী গ্রামে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সরেজমিনে দেখা গেছে, বেতাগী সদর ইউনিয়নের দক্ষিণ বেতাগী ৭ নম্বর ওয়ার্ডে এলাকায় ‘আব্দুল হাই’ স্যারের বাড়িতে। আকস্মিক এই আগুনে জয়নাল খান ও হাকিম খানের দুটি ঘর এবং তাদের আসবাবপত্রসহ সকল মালামাল পুড়ে যায়। মুহূর্তের মধ্যে দুটি পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়। আগুনের লেলিহান শিখা পাশের মন্টু খান ও খলিল হাওলাদারের ঘরেও ছড়িয়ে পড়ে, এতে তাদের ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. তাইজুল ইসলাম বলেন,’ অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয়রা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেন। রাস্তা সরু থাকার কারণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা যেতে বিলম্ব করেন। পরে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন।
এই হৃদয়বিদারক ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল সিকদার। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অবস্থা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাদের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় বিপুল সিকদার বলেন, এই মানুষগুলোর সবই তো পুড়ে গেছে, তাদের হয়তো কিছুই নাই। তাই একটু সাময়িক স্বস্তি ও সাহস যোগাতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। উপজেলা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সাময়িক স্বস্তি পেলেও তাদের চোখে-মুখে ছিল সবকিছু হারানোর যন্ত্রণা। ভয়াবহ এই আগুনে দুটি পরিবার তাদের সারা জীবনের সঞ্চয় হারিয়ে এখন দিশেহারা। এলাকাবাসী ও সুশীল সমাজ এই নিঃস্ব পরিবারগুলোর পুনর্বাসনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।