গাজীপুরের কালিয়াকৈরে পৃথক দুটি স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, শুক্রবার সকালে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বগাবাড়ি বিলে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি বিকৃত অবস্থায় ছিল এবং নিহতের পরনে কোনো কাপড় ছিল না। পরিচয় শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
অন্যদিকে, একই উপজেলার কামরাঙ্গীচালা এলাকার একটি ডোবা থেকে জাকির হোসেন (৩৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকার সমেজ উদ্দিনের ছেলে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, শুক্রবার ভোরে জাকির হোসেন কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন। পরে মধ্যপাড়া কামরাঙ্গীচালা এলাকার একটি জমির পাশের ডোবার পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সকাল সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
গাজীপুরের কালিয়াকৈরে পৃথক দুটি স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, শুক্রবার সকালে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বগাবাড়ি বিলে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি বিকৃত অবস্থায় ছিল এবং নিহতের পরনে কোনো কাপড় ছিল না। পরিচয় শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
অন্যদিকে, একই উপজেলার কামরাঙ্গীচালা এলাকার একটি ডোবা থেকে জাকির হোসেন (৩৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকার সমেজ উদ্দিনের ছেলে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, শুক্রবার ভোরে জাকির হোসেন কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন। পরে মধ্যপাড়া কামরাঙ্গীচালা এলাকার একটি জমির পাশের ডোবার পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সকাল সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।