চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকার এক বাড়িতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যৌথ অভিযান চালিয়ে ৮৯ বোতল ফেনসিডিল, ৫৬৫ পিস ইয়াবা ও নগদ ১১ লাখ ২৮ হাজার টাকাসহ আমির হোসেন (৪৮), বাহাদুর হোসেন (২৫) ও মোসা. জেসমিন (২৫) নামে ৩ জনকে আটক করেছে। গত সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে আমির হোসেনের বাড়িতে এ অভিযান চালায় ৫৯ বিজিবি ও ডিএনসি সদস্যরা। আটককৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আমির হোসেন ও বাহাদুর হোসেন এবং একই এলাকার জমির হোসেনের স্ত্রী জেসমিন (২৫)। মহানন্দা ৫৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সোনামসজিদ বিওপির সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামস্থ আমির হোসেনের বাড়িতে বিপুল পরিমাণ মাদক রয়েছে। পরে সকাল ৮টার দিকে তার বাড়িতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে মাদক ও নগদ অর্থসহ তাদের আটক করে।
মহানন্দা ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ প্রয়োজনে আরো অধিক যৌথ অভিযান পরিচালনা করা হবে।
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকার এক বাড়িতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যৌথ অভিযান চালিয়ে ৮৯ বোতল ফেনসিডিল, ৫৬৫ পিস ইয়াবা ও নগদ ১১ লাখ ২৮ হাজার টাকাসহ আমির হোসেন (৪৮), বাহাদুর হোসেন (২৫) ও মোসা. জেসমিন (২৫) নামে ৩ জনকে আটক করেছে। গত সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে আমির হোসেনের বাড়িতে এ অভিযান চালায় ৫৯ বিজিবি ও ডিএনসি সদস্যরা। আটককৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আমির হোসেন ও বাহাদুর হোসেন এবং একই এলাকার জমির হোসেনের স্ত্রী জেসমিন (২৫)। মহানন্দা ৫৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সোনামসজিদ বিওপির সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামস্থ আমির হোসেনের বাড়িতে বিপুল পরিমাণ মাদক রয়েছে। পরে সকাল ৮টার দিকে তার বাড়িতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে মাদক ও নগদ অর্থসহ তাদের আটক করে।
মহানন্দা ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ প্রয়োজনে আরো অধিক যৌথ অভিযান পরিচালনা করা হবে।