জয়পুরহাটে পৃথক তিনটি ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পাঁচবিবি, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় এসব ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার আটাপুর গ্রামের লাল মিয়ার ছেলে সজল মিয়া (৩৫)। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যাম গ্রামের আনিজুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (২৫)। ট্রেনে কাটা পড়া ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে উচাই বাজারের মোড়ে টিনের ছাউনীর নিচে কয়েকজন আশ্রয় নেন। সেসময় তীব্র ঝড়ে রাস্তার পাশের একটি বিশাল আমগাছ ওই টিনের ছাউনীর উপর ভেঙ্গে পড়ে। এসময় গাছের নিচে চাপা পড়ে সজল মিয়া ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে, সকাল ৯টার দিকে জসিম উদ্দিন ক্ষেতলাল উপজেলার সহলাপাড়া ফসলি মাঠে সুজাউল ইসলামের জমিতে কৃষিকাজ করছিলেন। এসময় মষুলধারে বৃষ্টি শুরু হলে জসিম বৃষ্টিতে ভিজে কৃষিকাজ করছিলেন। সেসময় বজ্রপাতে তিনি মারা যান। কৃষিশ্রমিক ও স্থানীয় লোকজন ফসলি মাঠে এসে তার মরদেহ উদ্ধার করেন।
অপরদিকে, দুপুর পৌনে ২টার দিকে আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর রবিদাসপাড়া নামক এলাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আপ ‘রকেট মেইল’ ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা যান।
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
জয়পুরহাটে পৃথক তিনটি ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পাঁচবিবি, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় এসব ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার আটাপুর গ্রামের লাল মিয়ার ছেলে সজল মিয়া (৩৫)। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যাম গ্রামের আনিজুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (২৫)। ট্রেনে কাটা পড়া ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে উচাই বাজারের মোড়ে টিনের ছাউনীর নিচে কয়েকজন আশ্রয় নেন। সেসময় তীব্র ঝড়ে রাস্তার পাশের একটি বিশাল আমগাছ ওই টিনের ছাউনীর উপর ভেঙ্গে পড়ে। এসময় গাছের নিচে চাপা পড়ে সজল মিয়া ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে, সকাল ৯টার দিকে জসিম উদ্দিন ক্ষেতলাল উপজেলার সহলাপাড়া ফসলি মাঠে সুজাউল ইসলামের জমিতে কৃষিকাজ করছিলেন। এসময় মষুলধারে বৃষ্টি শুরু হলে জসিম বৃষ্টিতে ভিজে কৃষিকাজ করছিলেন। সেসময় বজ্রপাতে তিনি মারা যান। কৃষিশ্রমিক ও স্থানীয় লোকজন ফসলি মাঠে এসে তার মরদেহ উদ্ধার করেন।
অপরদিকে, দুপুর পৌনে ২টার দিকে আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর রবিদাসপাড়া নামক এলাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আপ ‘রকেট মেইল’ ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা যান।