মুলাদি উপজেলার চরমালিয়া গ্রামে ৯ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের অপরাধে স্থানীয় মাতব্বরেরা সালিস করে হাস্যকর রায় দিয়েছেন। সালিসগণ ধর্ষককে ১ লাখ টাকা জরিমানা ও ১০টি জুতাপেটা করার সিদ্ধান্ত নিয়ে যে সময় ধর্ষক ইমন চৌকিদার (২৫) জরিমানার টাকা পরিশোধ করবেন সেসময়ে জুতাপেটার শাস্তি কার্যকর করা হবে মর্মে রায় দিয়েছেন।
সালিস বিচার করেছেন স্থানীয় সাইদুল বেপারী, দেলোয়ার বেপারী, খোকন মুন্সী, সেলিম সিকদার অপর কয়েকজন। সালিসদার সাইদুল বেপারী জানান, ধর্ষক ও ধর্ষিতা পরিবার গরিব পরিবার। এজন্যই তারা ধর্ষিতার পরিবারকে মামলা না করে সালিস ব্যবস্থার মাধ্যমে শাস্তির বিধান দিয়েছেন।
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
মুলাদি উপজেলার চরমালিয়া গ্রামে ৯ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের অপরাধে স্থানীয় মাতব্বরেরা সালিস করে হাস্যকর রায় দিয়েছেন। সালিসগণ ধর্ষককে ১ লাখ টাকা জরিমানা ও ১০টি জুতাপেটা করার সিদ্ধান্ত নিয়ে যে সময় ধর্ষক ইমন চৌকিদার (২৫) জরিমানার টাকা পরিশোধ করবেন সেসময়ে জুতাপেটার শাস্তি কার্যকর করা হবে মর্মে রায় দিয়েছেন।
সালিস বিচার করেছেন স্থানীয় সাইদুল বেপারী, দেলোয়ার বেপারী, খোকন মুন্সী, সেলিম সিকদার অপর কয়েকজন। সালিসদার সাইদুল বেপারী জানান, ধর্ষক ও ধর্ষিতা পরিবার গরিব পরিবার। এজন্যই তারা ধর্ষিতার পরিবারকে মামলা না করে সালিস ব্যবস্থার মাধ্যমে শাস্তির বিধান দিয়েছেন।