চাঁদপুরের হাজীগঞ্জে মো. আকতার হোসেন নামের এক দলিল লেখককে ৩ দিনের কারাদণ্ড দিয়েছেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অন্যের পরিচয়ে নামজারি ও নামজারির জন্য বেশি টাকা নেয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী তাকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জানা গেছে, এদিন দুপুরে অন্য এক ব্যক্তির নাম জারির জন্য উপজেলা ভূমি অফিসে যান দলিল লেখক মো. আকতার হোসেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী তার নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তিনি মায়ের নামসহ পূণাঙ্গ ঠিকানা বলতে পারেন নি। বিষয়টি সন্দেহজনক মনে হলে নামজারির আবেদন থাকা ওই ব্যক্তির মুঠোফোন নম্বরে ফোন দেন।
পরে আবেদনকৃত ব্যক্তি কাছ থেকে নামজারির ফি’র অতিরিক্ত টাকা নেয়া এবং অন্যের পরিচয়ে নামজারির করার অভিযোগে দলিল লেখক মো. আকতার হোসেনের বিরুদ্ধে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী বলেন, অপরাধ স্বীকার করায় ওই দলিল লেখককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে হাজীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
চাঁদপুরের হাজীগঞ্জে মো. আকতার হোসেন নামের এক দলিল লেখককে ৩ দিনের কারাদণ্ড দিয়েছেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অন্যের পরিচয়ে নামজারি ও নামজারির জন্য বেশি টাকা নেয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী তাকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জানা গেছে, এদিন দুপুরে অন্য এক ব্যক্তির নাম জারির জন্য উপজেলা ভূমি অফিসে যান দলিল লেখক মো. আকতার হোসেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী তার নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তিনি মায়ের নামসহ পূণাঙ্গ ঠিকানা বলতে পারেন নি। বিষয়টি সন্দেহজনক মনে হলে নামজারির আবেদন থাকা ওই ব্যক্তির মুঠোফোন নম্বরে ফোন দেন।
পরে আবেদনকৃত ব্যক্তি কাছ থেকে নামজারির ফি’র অতিরিক্ত টাকা নেয়া এবং অন্যের পরিচয়ে নামজারির করার অভিযোগে দলিল লেখক মো. আকতার হোসেনের বিরুদ্ধে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী বলেন, অপরাধ স্বীকার করায় ওই দলিল লেখককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে হাজীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।