চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীতে ১২ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেঘনা নদীতে বহরিয়ার এক জেলের কটসুতায় তৈরি আইড় মাছ ধরার জালে মাছটি ধরা পড়ে। জানা গেছে, মাছটি বিক্রির জন্য জেলে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রের কালাম বকাউলের আড়তে নিয়ে আসে।
নিলাম হলে স্থানীয় মাছ ব্যবসায়ী শাহ আলম বকাউল ৬০ হাজার টাকা মণ দেড় হাজার টাকা কেজি দরে মোট ১৮ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন। পরে তিনি এক ক্রেতার কাছে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ২০ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।
মৎস্য ব্যবসায়ী শাহ আলম বকাউল বলেন, নদীর বড় মাছের চাহিদা অনেক রয়েছে। এ কাতল মাছটি প্রতি কেজিতে ১০০ টাকা লাভে বিক্রি করেছি।
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীতে ১২ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেঘনা নদীতে বহরিয়ার এক জেলের কটসুতায় তৈরি আইড় মাছ ধরার জালে মাছটি ধরা পড়ে। জানা গেছে, মাছটি বিক্রির জন্য জেলে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রের কালাম বকাউলের আড়তে নিয়ে আসে।
নিলাম হলে স্থানীয় মাছ ব্যবসায়ী শাহ আলম বকাউল ৬০ হাজার টাকা মণ দেড় হাজার টাকা কেজি দরে মোট ১৮ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন। পরে তিনি এক ক্রেতার কাছে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ২০ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।
মৎস্য ব্যবসায়ী শাহ আলম বকাউল বলেন, নদীর বড় মাছের চাহিদা অনেক রয়েছে। এ কাতল মাছটি প্রতি কেজিতে ১০০ টাকা লাভে বিক্রি করেছি।