alt

সারাদেশ

গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ৫, গ্রেপ্তার ১৭৭; সুষ্ঠু তদন্ত চায় আইন ও সালিশ কেন্দ্র

সংবাদ অনলাইন রিপোর্ট : শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘন’ হয়েছে বলে মনে করছে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

সংস্থাটি বলছে, রাজনৈতিক সমাবেশে হামলার ঘটনা নাগরিকের সভা-সমাবেশের অধিকারকে ক্ষুণ্ন করেছে।

আসক জানায়, ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পূর্ব নির্ধারিত সমাবেশে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষ শুরু হয়। এতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু মানুষ।

সংঘর্ষের পর আসকের চার সদস্যের একটি প্রতিনিধিদল ২১ ও ২২ জুলাই现场 পরিদর্শন করে প্রতিবেদন প্রস্তুত করেছে।

প্রতিবেদনে বলা হয়, সকাল সাড়ে ১০টার দিকে ৫০-৬০ জন ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সমাবেশস্থলে হামলা করে চেয়ার ভাঙচুর করেন। এতে উপস্থিত দেড় থেকে দুইশ এনসিপি সমর্থক ডিসি অফিসের দিকে চলে যান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় হামলাকারীরা সরে গেলে সমাবেশ স্থলে নেতারা উপস্থিত হন।

তবে বক্তব্য শেষ করে গাড়িতে ওঠার পরপরই আওয়ামী লীগ ও তাদের সমর্থকেরা শহরের বিভিন্ন স্থানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইট-পাটকেল ছোড়ে।

এরপর সংঘর্ষ শহরজুড়ে ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল এবং গুলি ছোড়ে। গুলিতে আহত ব্যক্তিদের সদর হাসপাতালে নেওয়া হলে চারজনকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

আসক বলছে, “সংঘর্ষের সময় কিছু হামলাকারীর হাতে দেশীয় অস্ত্র ছিল এবং ককটেল ফাটানো হয়, তবে আগ্নেয়াস্ত্র ব্যবহারের তথ্য পাওয়া যায়নি। তবে আইন-শৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে।”

সহিংসতায় নিহতদের মধ্যে রয়েছেন দীপ্ত সাহা (২৫), রমজান কাজী (১৮), ইমন তালুকদার (১৭), সোহেল মোল্লা (৩২) এবং পরবর্তীতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রমজান মুন্সী।

ইমনের পরিবার দাবি করেছে, ইমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না, তিনি একটি ক্রোকারিজ দোকানে কাজ করতেন। পরিবারের দাবি, ইমনকে রাস্তায় ফেলে সেনাসদস্যরা মারধর করে—এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

নিহতদের পরিবার বলছে, হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ দ্রুত নিয়ে যাওয়ার চাপ দিলে তারা ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে বাধ্য হন। তবে গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে ২১ জুলাই তিনটি মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়।

আসক আরও জানায়, সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন একজন জানান, তিনি কর্মস্থলে যাওয়ার পথে গুলিতে আহত হন, তার এক হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

সংঘর্ষ-পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় ১৮ জন শিশুসহ ১৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসক বলছে, অনেক শিশুকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় গ্রেপ্তার দেখানো হয়েছে, যদিও তাদের বিরুদ্ধে সংঘর্ষে জড়িত থাকার প্রমাণ নেই বলে পরিবার দাবি করেছে।

আসকের তথ্য অনুসারে, ২১ জুলাই পর্যন্ত দায়ের করা আটটি মামলার মধ্যে ছয়টির কপি হাতে এসেছে। এসব মামলায় ৫৪০০ জনকে আসামি করা হয়েছে, এর মধ্যে ৩৫৮ জন নামীয়। এদের মধ্যে তিনজন নারী ও ৩২ জন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের।

আসকের তথ্যে বলা হয়, সহিংসতায় আহত হয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালে ২৪ জন চিকিৎসা নিয়েছেন, যাদের ২১ জন সাধারণ নাগরিক এবং ২ জন পুলিশ সদস্য।

কারা কর্তৃপক্ষ আসককে জানায়, সংঘর্ষের দিন দুপুরে ‘উচ্ছৃঙ্খল জনতা’ কারাগারে হামলা চালায়। এতে সীমানা প্রাচীর ও অন্যান্য স্থাপনার ক্ষতি হয়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বন্দিদের আগেই লকআপে নেওয়ায় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

এছাড়া আসক অভিযোগ করেছে, গোপালগঞ্জ সদর থানায় তথ্য সংগ্রহ করতে গিয়ে থানার ওসি অসৌজন্যমূলক আচরণ করেছেন।

পুলিশ সুপার জানান, সহিংসতা তীব্র ছিল, তবে পুলিশ মারণাস্ত্র ব্যবহার করেনি এবং হামলাকারীদের আটক করতে কাজ করছে।

আসক জানিয়েছে, তাদের প্রতিনিধিরা সেনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাক্ষাৎ করতে পারেনি।

সংস্থাটি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

ছবি

সিলেটে পুলিশের জব্দকৃত পশু রক্ষণাবেক্ষণ করে দিশেহারা খামারি

জয়পুরহাটে পেয়ারা খাওয়ানোর প্রলোভনে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতন অভিযোগ

ছবি

সুনামগঞ্জে ফেইসবুকে ভিডিও পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক নিহত

ছবি

কুমিল্লার গৌরীপুর বাসস্ট্যান্ডে যুবককে কুপিয়ে হত্যা

ছবি

দেবহাটায় উসকানিমূলক মিছিল, সোলায়মান ও মুজাহিদের বিরুদ্ধে ব্যবস্থা

বেরোবির সাবেক দুই উপাচার্যসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জগন্নাথপুরে টিকটক ভিডিও পোস্ট নিয়ে সংঘর্ষে যুবক নিহত

ছবি

তাহিরপুরে বালু চুরি: ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা

ছবি

জোয়ারের ঢেউয়ে কক্সবাজার মেরিন ড্রাইভের ১০ স্থানে ভাঙন, প্লাবনের আশঙ্কা

ছবি

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় দুই ভাইসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত

ছবি

অপরিকল্পিত পাইপ বসানোয় বাঁধ ধস: তদন্তের আশ্বাস ইউএনওর

বাগেরহাট শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বেনাপোলে গ্রেপ্তার

চাঁদপুরে ১৩ কেজির কাতল ২০ হাজার ৫০০ টাকায় বিক্রি

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চুনারুঘাটে ভেসে যাওয়া খালের ওপর অস্থায়ী সাঁকো নির্মাণ শেষে স্থানীয়দের উল্লাস

হাজীগঞ্জে দলিল লেখকের ৩ দিনের কারাদণ্ড

নিয়ম উড়িয়ে অবৈধ দখল ও প্লটের অপব্যবহারের বিরুদ্ধে রাজশাহীতে আরডিএর অভিযান

কলমাকান্দায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস আজ

মাইলস্টোন ট্র্যাজেডি মৃত্যুর কাছে হার মানলেন কুমিল্লার মাহতাবও

ছবি

পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন শুরু, ঝুঁকিতে প্রায় ৪০০ পরিবার

ধর্ষণের সালিসে জুতাপেটা জরিমানা বাকি

বেনাপোল সীমান্তে যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

জয়পুরহাটের পৃথক ঘটনায় নিহত ৩

মৃত্যুর তিন বছর পর সাবেক মেয়র হাইকোর্টের আদেশে খালাস

কুড়িগ্রামের রৌমারীতে জমি বিবাদে সংঘর্ষে নিহত ৩, আহত ৭

ছবি

ময়মনসিংহে তরুণ কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

বগুড়ায় আনারুল হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন

হত্যা মামলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অপসারণ, গ্রেপ্তার দাবি

সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে মাদকসহ আটক ৩

কালিয়াকৈরে পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার

ছবি

বেতাগীতে আগুনে ভস্মীভূত দুটি পরিবারের পাশে উপজেলা প্রশাসন

চেকপোস্ট ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

পটিয়ায় বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

বান্দরবানে শাস্তিমূলক বদলির প্রতিবাদে স্মারকলিপি

ছবি

জলাশয়ে পানি নেই তোষাপাট জাগ দিতে পারছে না কৃষক

ভাবিকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড

tab

সারাদেশ

গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ৫, গ্রেপ্তার ১৭৭; সুষ্ঠু তদন্ত চায় আইন ও সালিশ কেন্দ্র

সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘন’ হয়েছে বলে মনে করছে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

সংস্থাটি বলছে, রাজনৈতিক সমাবেশে হামলার ঘটনা নাগরিকের সভা-সমাবেশের অধিকারকে ক্ষুণ্ন করেছে।

আসক জানায়, ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পূর্ব নির্ধারিত সমাবেশে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষ শুরু হয়। এতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু মানুষ।

সংঘর্ষের পর আসকের চার সদস্যের একটি প্রতিনিধিদল ২১ ও ২২ জুলাই现场 পরিদর্শন করে প্রতিবেদন প্রস্তুত করেছে।

প্রতিবেদনে বলা হয়, সকাল সাড়ে ১০টার দিকে ৫০-৬০ জন ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সমাবেশস্থলে হামলা করে চেয়ার ভাঙচুর করেন। এতে উপস্থিত দেড় থেকে দুইশ এনসিপি সমর্থক ডিসি অফিসের দিকে চলে যান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় হামলাকারীরা সরে গেলে সমাবেশ স্থলে নেতারা উপস্থিত হন।

তবে বক্তব্য শেষ করে গাড়িতে ওঠার পরপরই আওয়ামী লীগ ও তাদের সমর্থকেরা শহরের বিভিন্ন স্থানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইট-পাটকেল ছোড়ে।

এরপর সংঘর্ষ শহরজুড়ে ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল এবং গুলি ছোড়ে। গুলিতে আহত ব্যক্তিদের সদর হাসপাতালে নেওয়া হলে চারজনকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

আসক বলছে, “সংঘর্ষের সময় কিছু হামলাকারীর হাতে দেশীয় অস্ত্র ছিল এবং ককটেল ফাটানো হয়, তবে আগ্নেয়াস্ত্র ব্যবহারের তথ্য পাওয়া যায়নি। তবে আইন-শৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে।”

সহিংসতায় নিহতদের মধ্যে রয়েছেন দীপ্ত সাহা (২৫), রমজান কাজী (১৮), ইমন তালুকদার (১৭), সোহেল মোল্লা (৩২) এবং পরবর্তীতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রমজান মুন্সী।

ইমনের পরিবার দাবি করেছে, ইমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না, তিনি একটি ক্রোকারিজ দোকানে কাজ করতেন। পরিবারের দাবি, ইমনকে রাস্তায় ফেলে সেনাসদস্যরা মারধর করে—এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

নিহতদের পরিবার বলছে, হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ দ্রুত নিয়ে যাওয়ার চাপ দিলে তারা ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে বাধ্য হন। তবে গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে ২১ জুলাই তিনটি মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়।

আসক আরও জানায়, সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন একজন জানান, তিনি কর্মস্থলে যাওয়ার পথে গুলিতে আহত হন, তার এক হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

সংঘর্ষ-পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় ১৮ জন শিশুসহ ১৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসক বলছে, অনেক শিশুকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় গ্রেপ্তার দেখানো হয়েছে, যদিও তাদের বিরুদ্ধে সংঘর্ষে জড়িত থাকার প্রমাণ নেই বলে পরিবার দাবি করেছে।

আসকের তথ্য অনুসারে, ২১ জুলাই পর্যন্ত দায়ের করা আটটি মামলার মধ্যে ছয়টির কপি হাতে এসেছে। এসব মামলায় ৫৪০০ জনকে আসামি করা হয়েছে, এর মধ্যে ৩৫৮ জন নামীয়। এদের মধ্যে তিনজন নারী ও ৩২ জন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের।

আসকের তথ্যে বলা হয়, সহিংসতায় আহত হয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালে ২৪ জন চিকিৎসা নিয়েছেন, যাদের ২১ জন সাধারণ নাগরিক এবং ২ জন পুলিশ সদস্য।

কারা কর্তৃপক্ষ আসককে জানায়, সংঘর্ষের দিন দুপুরে ‘উচ্ছৃঙ্খল জনতা’ কারাগারে হামলা চালায়। এতে সীমানা প্রাচীর ও অন্যান্য স্থাপনার ক্ষতি হয়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বন্দিদের আগেই লকআপে নেওয়ায় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

এছাড়া আসক অভিযোগ করেছে, গোপালগঞ্জ সদর থানায় তথ্য সংগ্রহ করতে গিয়ে থানার ওসি অসৌজন্যমূলক আচরণ করেছেন।

পুলিশ সুপার জানান, সহিংসতা তীব্র ছিল, তবে পুলিশ মারণাস্ত্র ব্যবহার করেনি এবং হামলাকারীদের আটক করতে কাজ করছে।

আসক জানিয়েছে, তাদের প্রতিনিধিরা সেনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাক্ষাৎ করতে পারেনি।

সংস্থাটি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

back to top