সাগর উত্তাল হয়ে পড়ায় মিয়ানমারের এক পরিবারের পাঁচজনসহ ২০ রোহিঙ্গা ভর্তি একটি ট্রলার সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকতে ভিড়েছে। ট্রলারটিতে ১৬ পুরুষ, ৩ নারী ও ১ শিশু রয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ট্রলারটি তীরে ভেড়ে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, খবর পেয়ে বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিয়ে কাজ করছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, সাগর উত্তাল হওয়ায় প্রাণ বাঁচাতে তারা দ্বীপে আশ্রয় নিয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের পুনরায় মিয়ানমারে ফেরত পাঠানো হবে। রোহিঙ্গাদের বরাত দিয়ে তিনি জানান, মিয়ানমারের সরকারি বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের কারণে তারা দেশ ছাড়ার চেষ্টা করছিল। বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছে।
শনিবার, ২৬ জুলাই ২০২৫
সাগর উত্তাল হয়ে পড়ায় মিয়ানমারের এক পরিবারের পাঁচজনসহ ২০ রোহিঙ্গা ভর্তি একটি ট্রলার সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকতে ভিড়েছে। ট্রলারটিতে ১৬ পুরুষ, ৩ নারী ও ১ শিশু রয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ট্রলারটি তীরে ভেড়ে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, খবর পেয়ে বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিয়ে কাজ করছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, সাগর উত্তাল হওয়ায় প্রাণ বাঁচাতে তারা দ্বীপে আশ্রয় নিয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের পুনরায় মিয়ানমারে ফেরত পাঠানো হবে। রোহিঙ্গাদের বরাত দিয়ে তিনি জানান, মিয়ানমারের সরকারি বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের কারণে তারা দেশ ছাড়ার চেষ্টা করছিল। বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছে।