বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছেন। তাদের ব্যর্থতার কারণে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য সরকার পরিচালনা কঠিন হয়ে দাঁড়াবে। গত ১০ মাসে সরকার সমাজ, রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষমতা দেখাতে পারেনি।
গতকাল শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়া কবুতরখোলা বাজার মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, ড. মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদের অধিকাংশই সরকার পরিচালনায় দক্ষ নন, তাদের অনেকেই তাদের মন্ত্রণালয়কে স্থবির করে ফেলেছেন। গত কিছুদিন আগে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় অনেকগুলো শিশু মারা গিয়েছে। আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে সেই ঘটনায় আমরা খুঁজে পেলাম না। স্বাস্থ্য উপদেষ্টা কোথায়? এমতাবস্থায় সরকার প্রধানের উচিত হবে, সরকারে প্রাণ ফিরিয়ে আনতে অবিলম্বে তার উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা।
জুলাই শহীদদের প্রতি সম্মান ও স্বীকৃতি প্রসঙ্গে ড. আসাদুজ্জামান রিপন বলেন, জুলাই শহীদদের সরকার যথাযথ সম্মান করতে ব্যর্থ হয়েছে। এক বছর অতিবাহিত হতে চলছে। এখনও প্রকৃত শহীদদেও তালিকা প্রনয়নের কাজে সরকার বিলম্ব করছে। দ্রুত সময়ের মধ্যে শহীদসহ হতাহত সব জুলাই বীরদের তালিকা প্রকাশ ও যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে।
তারেক রমানের বিরুদ্ধে কটুক্তির বিষয়ে মন্তব্য করে বলেন, যার নির্বাচন পিছিয়ে অপশক্তিকে মদদ জোগাচ্ছেন, তারাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করছেন।
তাদের বিরুদ্ধে সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে। নয়ত ওই মহলটির অদূরদর্শী কর্মকাণ্ডে নির্বাচনী পথনকশাও বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন।
মেদিনীম-ল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ আলম মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
শনিবার, ২৬ জুলাই ২০২৫
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছেন। তাদের ব্যর্থতার কারণে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য সরকার পরিচালনা কঠিন হয়ে দাঁড়াবে। গত ১০ মাসে সরকার সমাজ, রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষমতা দেখাতে পারেনি।
গতকাল শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়া কবুতরখোলা বাজার মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, ড. মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদের অধিকাংশই সরকার পরিচালনায় দক্ষ নন, তাদের অনেকেই তাদের মন্ত্রণালয়কে স্থবির করে ফেলেছেন। গত কিছুদিন আগে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় অনেকগুলো শিশু মারা গিয়েছে। আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে সেই ঘটনায় আমরা খুঁজে পেলাম না। স্বাস্থ্য উপদেষ্টা কোথায়? এমতাবস্থায় সরকার প্রধানের উচিত হবে, সরকারে প্রাণ ফিরিয়ে আনতে অবিলম্বে তার উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা।
জুলাই শহীদদের প্রতি সম্মান ও স্বীকৃতি প্রসঙ্গে ড. আসাদুজ্জামান রিপন বলেন, জুলাই শহীদদের সরকার যথাযথ সম্মান করতে ব্যর্থ হয়েছে। এক বছর অতিবাহিত হতে চলছে। এখনও প্রকৃত শহীদদেও তালিকা প্রনয়নের কাজে সরকার বিলম্ব করছে। দ্রুত সময়ের মধ্যে শহীদসহ হতাহত সব জুলাই বীরদের তালিকা প্রকাশ ও যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে।
তারেক রমানের বিরুদ্ধে কটুক্তির বিষয়ে মন্তব্য করে বলেন, যার নির্বাচন পিছিয়ে অপশক্তিকে মদদ জোগাচ্ছেন, তারাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করছেন।
তাদের বিরুদ্ধে সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে। নয়ত ওই মহলটির অদূরদর্শী কর্মকাণ্ডে নির্বাচনী পথনকশাও বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন।
মেদিনীম-ল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ আলম মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।