বাগেরহাটের কচুয়া উপজেলার জোবাই এলাকায় বাবুল হোসেন (৪৩) নামের এক ব্যক্তি পোকামারা ওষুধ সেবন করে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনার খবর পেয়ে কচুয়া থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্টসহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। শনিবার,(২৬ জুলাই ২০২৫) সকালে বাবুল হোসেনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ জানায়, উপজেলার জোবাই গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে বাবুল হোসেন গতকাল শুক্রবার সকালে ঘরে থাকা পোকামারা ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ওয়াশ করা হয়। এখানে তার অবস্থা বেগতিক হলে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়। আত্মহত্যার বিষয়টি গোপন করে বাবুল হোসেনের পরিবার তার লাশের দ্রুত দাফন করার চেষ্টা করে। এ খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ওই বাড়িতে যায় এবং লাশের সুরতহাল রিপোর্টসহ ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়। মৃত বাবুলের ছেলে বলেন, তার পিতা শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
শুক্রবার সকালে গ্যাসের ট্যাবলেট মনে করে পোকামারা ওষুধ সেবন করে সে আরও অসুস্থ হয়ে পড়ে এবং বাগেরহাট হাসপাতালে নেয়ার পথে মারা যান।
শনিবার, ২৬ জুলাই ২০২৫
বাগেরহাটের কচুয়া উপজেলার জোবাই এলাকায় বাবুল হোসেন (৪৩) নামের এক ব্যক্তি পোকামারা ওষুধ সেবন করে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনার খবর পেয়ে কচুয়া থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্টসহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। শনিবার,(২৬ জুলাই ২০২৫) সকালে বাবুল হোসেনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ জানায়, উপজেলার জোবাই গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে বাবুল হোসেন গতকাল শুক্রবার সকালে ঘরে থাকা পোকামারা ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ওয়াশ করা হয়। এখানে তার অবস্থা বেগতিক হলে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়। আত্মহত্যার বিষয়টি গোপন করে বাবুল হোসেনের পরিবার তার লাশের দ্রুত দাফন করার চেষ্টা করে। এ খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ওই বাড়িতে যায় এবং লাশের সুরতহাল রিপোর্টসহ ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়। মৃত বাবুলের ছেলে বলেন, তার পিতা শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
শুক্রবার সকালে গ্যাসের ট্যাবলেট মনে করে পোকামারা ওষুধ সেবন করে সে আরও অসুস্থ হয়ে পড়ে এবং বাগেরহাট হাসপাতালে নেয়ার পথে মারা যান।