পরিবেশের ক্ষতি করে পৃথিবীতে কোনো উন্নয়ন টেকসই হয় না। তাই উন্নয়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে, নেত্রকোণার দুর্গাপুরে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্পের (চঈঈ) আয়োজনে বৃক্ষরোপণ ও বনায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার,(২৬ জুলাই ২০২৫) দুপুরে বিরিশিরি ওয়াইএমসিএ হলরুমে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করেন উপজেলা কো-অর্ডিনেটর পল সুকান্ত দাশ। সেমিনারে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভাপতি দোলন হাজংয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রায়হানুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সাবেক সভাপতি ও সিনিয়ার সাংবাদিক মো. মোহন মিয়া।
শনিবার, ২৬ জুলাই ২০২৫
পরিবেশের ক্ষতি করে পৃথিবীতে কোনো উন্নয়ন টেকসই হয় না। তাই উন্নয়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে, নেত্রকোণার দুর্গাপুরে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্পের (চঈঈ) আয়োজনে বৃক্ষরোপণ ও বনায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার,(২৬ জুলাই ২০২৫) দুপুরে বিরিশিরি ওয়াইএমসিএ হলরুমে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করেন উপজেলা কো-অর্ডিনেটর পল সুকান্ত দাশ। সেমিনারে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভাপতি দোলন হাজংয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রায়হানুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সাবেক সভাপতি ও সিনিয়ার সাংবাদিক মো. মোহন মিয়া।