গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীর হাট তদন্ত এলাকায় কামদিয়া ইউনিয়নের কামদিয়া-পাঁচবিবি সড়কে শাইলট্রি ব্রিজ সংলগ্ন এলাকায় গতকাল শুক্রবার রাতে ডাকাতির উদ্দেশ্যে ৫-৭ জনের একদল ডাকাত গাছ কেটে সড়কে ফেলে রাখে। এসময় দ্রুতগতিতে আসা একটি আম বোঝাই থ্রি-হুইলার উল্টে গেলে ঘটনাস্থলেই হেলপার সাকিবুল ইসলাম (১৪) নিহত ও ড্রাইভার আহত হয়েছে। নিহত সাকিবুল নওগাঁ জেলার গাংগুরিয়া থানার সারাইগাছি গুচ্ছগ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে। এঘটনায় গুরুতর আহত হয় গাড়ি চালক রাশেদুন্নবী ওরফে মেহেদী হাসান (১৬)। সে একই এলাকার নজরুল ইসলামের ছেলে। আহত গাড়ি চালককে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গোবিন্দগঞ্জ বৈরাগীর হাট তদন্ত সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত প্রায় ১টার দিকে পাঁচবিবি-কামদিয়া সড়কের শাইলট্রি ব্রিজের একদল দুর্বৃত্ত ডাকাতির উদ্দেশ্যে সড়কের ধারে একটি গাছ কেটে ফেলে রাখলে পাঁচবিবি দিক থেকে আসা একটি আমবোঝাই চলন্ত থ্রি-হুইলার পিকাপ ফেলে রাখা গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে যায়।
শনিবার, ২৬ জুলাই ২০২৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীর হাট তদন্ত এলাকায় কামদিয়া ইউনিয়নের কামদিয়া-পাঁচবিবি সড়কে শাইলট্রি ব্রিজ সংলগ্ন এলাকায় গতকাল শুক্রবার রাতে ডাকাতির উদ্দেশ্যে ৫-৭ জনের একদল ডাকাত গাছ কেটে সড়কে ফেলে রাখে। এসময় দ্রুতগতিতে আসা একটি আম বোঝাই থ্রি-হুইলার উল্টে গেলে ঘটনাস্থলেই হেলপার সাকিবুল ইসলাম (১৪) নিহত ও ড্রাইভার আহত হয়েছে। নিহত সাকিবুল নওগাঁ জেলার গাংগুরিয়া থানার সারাইগাছি গুচ্ছগ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে। এঘটনায় গুরুতর আহত হয় গাড়ি চালক রাশেদুন্নবী ওরফে মেহেদী হাসান (১৬)। সে একই এলাকার নজরুল ইসলামের ছেলে। আহত গাড়ি চালককে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গোবিন্দগঞ্জ বৈরাগীর হাট তদন্ত সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত প্রায় ১টার দিকে পাঁচবিবি-কামদিয়া সড়কের শাইলট্রি ব্রিজের একদল দুর্বৃত্ত ডাকাতির উদ্দেশ্যে সড়কের ধারে একটি গাছ কেটে ফেলে রাখলে পাঁচবিবি দিক থেকে আসা একটি আমবোঝাই চলন্ত থ্রি-হুইলার পিকাপ ফেলে রাখা গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে যায়।