পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্ন চাপের প্রভাবে বরিশাল বিভাগের ৫টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যান্য নদ-নদীর পানির উচ্চতাও বাড়ছে। প্রতিদিনই থেমে থেমে বৃষ্টিপাতের কারনে বরিশাল সহ বিভাগের
নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বরিশালের জলানুসন্ধান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানান, ঝালকাঠির বিষখালি,
ভোলা জেলার সুরমা ও মেঘনা নদীর তজুমদ্দিন পয়েন্টে, দৌলতখান উপজেলায় মেঘনা, পিরোজপুর জেলার কচা ও বলেশ^র নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি জানান, দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত নদীসমূহের ১৯টি পয়েন্টে গেজ স্টেশন পর্যবেক্ষণ করা হয়। তার মধ্যে ৫টিতে বিপদসীমা অতিক্রম করলেও অন্যগুলোর স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মিলন হাওলাদার বলেন, নিম্নচাপের প্রভাবে বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের ভারি বৃষ্টিপাত হচ্ছে এবং এটা আরও দুদিন থাকার সম্ভাবনা রয়েছে। সমুদ্রবন্দরে ৩নং ও নদী বন্দরে ১নং বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। পানি উন্নয়ন আশঙ্কা করছে এরপরে যখন পানি নামবে তখন আবার দেখা দেবে নদী ভাঙন।
রোববার, ২৭ জুলাই ২০২৫
পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্ন চাপের প্রভাবে বরিশাল বিভাগের ৫টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যান্য নদ-নদীর পানির উচ্চতাও বাড়ছে। প্রতিদিনই থেমে থেমে বৃষ্টিপাতের কারনে বরিশাল সহ বিভাগের
নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বরিশালের জলানুসন্ধান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানান, ঝালকাঠির বিষখালি,
ভোলা জেলার সুরমা ও মেঘনা নদীর তজুমদ্দিন পয়েন্টে, দৌলতখান উপজেলায় মেঘনা, পিরোজপুর জেলার কচা ও বলেশ^র নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি জানান, দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত নদীসমূহের ১৯টি পয়েন্টে গেজ স্টেশন পর্যবেক্ষণ করা হয়। তার মধ্যে ৫টিতে বিপদসীমা অতিক্রম করলেও অন্যগুলোর স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মিলন হাওলাদার বলেন, নিম্নচাপের প্রভাবে বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের ভারি বৃষ্টিপাত হচ্ছে এবং এটা আরও দুদিন থাকার সম্ভাবনা রয়েছে। সমুদ্রবন্দরে ৩নং ও নদী বন্দরে ১নং বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। পানি উন্নয়ন আশঙ্কা করছে এরপরে যখন পানি নামবে তখন আবার দেখা দেবে নদী ভাঙন।