কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার আলোচিত মারিয়া আক্তার স্মৃতির নৃশংস হত্যাকা-ের সুষ্ঠু বিচারের জন্য সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
শনিবার(২৬ জুলাই) বিকেল ৫টার দিকে কটিয়াদী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মারিয়া আক্তার স্মৃতির পিতা মো. মানিক মিয়া লিখিত বক্তব্যে পাঠে বলেন, আমার মেয়ে বিবাহিত ছিলো। আসামি মোস্তাক আল মেহেদী সবসময় আমার মেয়েকে উত্ত্যক্ত করত। লোকজন নিয়ে আমার মেয়েকে হত্যা করার পরেও তারা সমাজে বুক ফুলিয়ে ঘুরাফেরা করছে।
গতবছর ১২ জুলাই আমার মেয়েকে নৃশংসভাবে হত্যা করে জমিতে লাশ ফেলে রাখা হয়। এ ঘটনায় মোস্তাক আল মেহেদীকে ১ম ও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে ধারাঃ-৩০২/৩৪ দ-বিধি মোতাবেক মামলা দায়ের করি। যাহার মামলা নাম্বার ১০/১৪৯।
তিনি আরো বলেন, আমি একজন অসহায় বাবা। মেয়ে হত্যার বিচার চাইতে গিয়ে পড়েছি মহাবিপদে। আসামিরা মামলা তুলে নিতে আমি ও আমার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। এমতাবস্থায় আমি ও আমার পরিবার বিপদগ্রস্ত।
মামলাটি বর্তমানে পিবিআইয়ে আছে।আমি বারবার পিবিআই কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও তারা আমাদের গুরুত্ব দিচ্ছে না। আসামিদের এক আত্মীয় পুলিশের বড় কর্মকর্তা হওয়ায় সে মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা প্রভাব বিস্তার করছে। আমরা সাধারণ মানুষ কি তাহলে ন্যায়বিচার পাবো না? এতবড় নৃশংস ঘটনার পরেও মূল আসামিরা এখনো ধরা-ছোয়ার বাইরে। প্রশাসন ধরতে পারছে না,অথচ এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছে। আমরা এখন কোথায় যাবো ?
তিনি আরো বলেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা,আপনারা জাতির বিবেক।আপনাদের মাধ্যমে এসপি,আইজিপি,স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা বরাবর আমাদের আবেদন, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আমার মেয়ে হত্যাকা-ের ন্যায়বিচার নিশ্চিত করুন।
রোববার, ২৭ জুলাই ২০২৫
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার আলোচিত মারিয়া আক্তার স্মৃতির নৃশংস হত্যাকা-ের সুষ্ঠু বিচারের জন্য সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
শনিবার(২৬ জুলাই) বিকেল ৫টার দিকে কটিয়াদী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মারিয়া আক্তার স্মৃতির পিতা মো. মানিক মিয়া লিখিত বক্তব্যে পাঠে বলেন, আমার মেয়ে বিবাহিত ছিলো। আসামি মোস্তাক আল মেহেদী সবসময় আমার মেয়েকে উত্ত্যক্ত করত। লোকজন নিয়ে আমার মেয়েকে হত্যা করার পরেও তারা সমাজে বুক ফুলিয়ে ঘুরাফেরা করছে।
গতবছর ১২ জুলাই আমার মেয়েকে নৃশংসভাবে হত্যা করে জমিতে লাশ ফেলে রাখা হয়। এ ঘটনায় মোস্তাক আল মেহেদীকে ১ম ও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে ধারাঃ-৩০২/৩৪ দ-বিধি মোতাবেক মামলা দায়ের করি। যাহার মামলা নাম্বার ১০/১৪৯।
তিনি আরো বলেন, আমি একজন অসহায় বাবা। মেয়ে হত্যার বিচার চাইতে গিয়ে পড়েছি মহাবিপদে। আসামিরা মামলা তুলে নিতে আমি ও আমার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। এমতাবস্থায় আমি ও আমার পরিবার বিপদগ্রস্ত।
মামলাটি বর্তমানে পিবিআইয়ে আছে।আমি বারবার পিবিআই কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও তারা আমাদের গুরুত্ব দিচ্ছে না। আসামিদের এক আত্মীয় পুলিশের বড় কর্মকর্তা হওয়ায় সে মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা প্রভাব বিস্তার করছে। আমরা সাধারণ মানুষ কি তাহলে ন্যায়বিচার পাবো না? এতবড় নৃশংস ঘটনার পরেও মূল আসামিরা এখনো ধরা-ছোয়ার বাইরে। প্রশাসন ধরতে পারছে না,অথচ এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছে। আমরা এখন কোথায় যাবো ?
তিনি আরো বলেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা,আপনারা জাতির বিবেক।আপনাদের মাধ্যমে এসপি,আইজিপি,স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা বরাবর আমাদের আবেদন, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আমার মেয়ে হত্যাকা-ের ন্যায়বিচার নিশ্চিত করুন।