সাতক্ষীরায় নিখোঁজের এক মাস নয় দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি স্কুলছাত্রী মন্দিরা দাশের। এ ঘটনায় মন্দিরার পরিবার অপহরণ মামলা করেছে। তবে এতদিন পার হলেও মেয়েকে না পাওয়ায় উদ্বেগ ও হতাশায় দিন কাটাচ্ছে পরিবারটি। তাদের আশঙ্কা, মেয়ে জীবিত আছে কিনা বা তার সঙ্গে কোনো মর্মান্তিক ঘটনা ঘটেছে কি না সে বিষয়েও রয়েছে চরম অনিশ্চয়তা।
পুলিশ বলছে, উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। নিখোঁজ মন্দিরা দাশ (১৬) সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা বীনেরপোতা এলাকার বাসিন্দা বাসুদেব দাসের মেয়ে। তিনি স্থানীয় একটি স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। মন্দিরার বাবা বাসুদেব দাস জানান, আমার মেয়ে স্কুলে যাওয়া-আসার পথে স্থানীয় একই এলাকার রতন বসুর ছেলে দীপ্ত অপু তাকে নিয়মিত উত্ত্যক্ত করত। এ বিষয়ে আমরা একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। কিছুদিন শান্ত থাকার পর গত ১৮ জুন সন্ধ্যায় বাড়ির সামনে রাস্তায় গেলে দীপ্ত অপু তাকে অপহরণ করে নিয়ে যায়। তিনি আরও বলেন, ২০ জুন সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দিতে গেলে তারা মামলা নেয়নি। পরে আদালতের শরণাপন্ন হলে আদালতের নির্দেশে ৪ জুলাই সদর থানা মামলা নেয়। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি।
মন্দিরার মা বিশিখা রানী দাস অভিযোগ করে বলেন, আমরা প্রশাসনের বহু জায়গায় গিয়েছি, কিন্তু এখনো আমাদের মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা জানি না সে আদৌ জীবিত আছে কি না। তিনি আরও জানান, মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হলেও বাকি আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশের নির্লিপ্ততায় তিনি ক্ষুব্ধ ও হতাশ। মন্দিরার পরিবার সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করছে।
মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহিল আরিফ নিশাত বলেন, বর্তমানে কাজের চাপ থাকলেও আমরা মন্দিরা দাশকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, তবে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই তাকে উদ্ধার করতে পারব।
রোববার, ২৭ জুলাই ২০২৫
সাতক্ষীরায় নিখোঁজের এক মাস নয় দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি স্কুলছাত্রী মন্দিরা দাশের। এ ঘটনায় মন্দিরার পরিবার অপহরণ মামলা করেছে। তবে এতদিন পার হলেও মেয়েকে না পাওয়ায় উদ্বেগ ও হতাশায় দিন কাটাচ্ছে পরিবারটি। তাদের আশঙ্কা, মেয়ে জীবিত আছে কিনা বা তার সঙ্গে কোনো মর্মান্তিক ঘটনা ঘটেছে কি না সে বিষয়েও রয়েছে চরম অনিশ্চয়তা।
পুলিশ বলছে, উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। নিখোঁজ মন্দিরা দাশ (১৬) সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা বীনেরপোতা এলাকার বাসিন্দা বাসুদেব দাসের মেয়ে। তিনি স্থানীয় একটি স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। মন্দিরার বাবা বাসুদেব দাস জানান, আমার মেয়ে স্কুলে যাওয়া-আসার পথে স্থানীয় একই এলাকার রতন বসুর ছেলে দীপ্ত অপু তাকে নিয়মিত উত্ত্যক্ত করত। এ বিষয়ে আমরা একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। কিছুদিন শান্ত থাকার পর গত ১৮ জুন সন্ধ্যায় বাড়ির সামনে রাস্তায় গেলে দীপ্ত অপু তাকে অপহরণ করে নিয়ে যায়। তিনি আরও বলেন, ২০ জুন সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দিতে গেলে তারা মামলা নেয়নি। পরে আদালতের শরণাপন্ন হলে আদালতের নির্দেশে ৪ জুলাই সদর থানা মামলা নেয়। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি।
মন্দিরার মা বিশিখা রানী দাস অভিযোগ করে বলেন, আমরা প্রশাসনের বহু জায়গায় গিয়েছি, কিন্তু এখনো আমাদের মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা জানি না সে আদৌ জীবিত আছে কি না। তিনি আরও জানান, মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হলেও বাকি আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশের নির্লিপ্ততায় তিনি ক্ষুব্ধ ও হতাশ। মন্দিরার পরিবার সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করছে।
মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহিল আরিফ নিশাত বলেন, বর্তমানে কাজের চাপ থাকলেও আমরা মন্দিরা দাশকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, তবে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই তাকে উদ্ধার করতে পারব।