‘আলোকিত মানুষ গড়ার স্বপ্নে’ বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে নাটোরের বাগাতিপাড়ায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ বইমেলা। রবিবার(২৭-০৭-২০২৫) সকালে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিতা রাণী, নজরুল গভেষক নিশাত শারমিন, বই মেলার ইউনিট ইনচার্জ দেব জতি মন্ডল, শিক্ষক, শিক্ষার্থী প্রমূখ। বইপ্রেমীদের জন্য মেলায় রয়েছে দশ হাজারেরও বেশি নির্বাচিত বই। বাংলা ও বিদেশি সাহিত্যের উপন্যাস, কবিতা, গল্প, প্রবন্ধ, জীবনী, নাটক, বিজ্ঞান, দর্শন, ধর্ম, ইতিহাস, অনুবাদ, স্বাস্থ্য, রান্না, ভাষা শিক্ষা থেকে শুরু করে শিশু-কিশোরদের জন্যও রয়েছে আকর্ষণীয় সংগ্রহ। স্টলে স্টলে ঘুরে পাঠকরা খুঁজে নিচ্ছেন পছন্দের বই। আয়োজকদের আশা এই বইমেলা নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলবে এবং জ্ঞানের আলো ছড়িয়ে দেবে ঘরে ঘরে। মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এবং চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
রোববার, ২৭ জুলাই ২০২৫
‘আলোকিত মানুষ গড়ার স্বপ্নে’ বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে নাটোরের বাগাতিপাড়ায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ বইমেলা। রবিবার(২৭-০৭-২০২৫) সকালে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিতা রাণী, নজরুল গভেষক নিশাত শারমিন, বই মেলার ইউনিট ইনচার্জ দেব জতি মন্ডল, শিক্ষক, শিক্ষার্থী প্রমূখ। বইপ্রেমীদের জন্য মেলায় রয়েছে দশ হাজারেরও বেশি নির্বাচিত বই। বাংলা ও বিদেশি সাহিত্যের উপন্যাস, কবিতা, গল্প, প্রবন্ধ, জীবনী, নাটক, বিজ্ঞান, দর্শন, ধর্ম, ইতিহাস, অনুবাদ, স্বাস্থ্য, রান্না, ভাষা শিক্ষা থেকে শুরু করে শিশু-কিশোরদের জন্যও রয়েছে আকর্ষণীয় সংগ্রহ। স্টলে স্টলে ঘুরে পাঠকরা খুঁজে নিচ্ছেন পছন্দের বই। আয়োজকদের আশা এই বইমেলা নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলবে এবং জ্ঞানের আলো ছড়িয়ে দেবে ঘরে ঘরে। মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এবং চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।