শাহজাদপুর (সিরাজগঞ্জ) : মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষক-শিক্ষার্থীরা -সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থাপিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা লাগাতার কর্মসূচির অংশ হিসেবে রবিবার(২৭-০৭-২০২৫) বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমির ভবন-১ সংলগ্ন বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বিসিক বাসস্ট্যান্ডে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। প্রায় ৩ ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম, সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যপক রাজিব অধিকারী, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যপক হাবিবুর রহমান, সহকারী রেজিস্ট্রার শেখ আল মাসুদ প্রমুখ।
এক পর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীদের যোক্তিক আন্দোলনে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কেএম হাসান তালুকদার, প্রো-ভিসি প্রফেসর ড. সুমন কান্তি বড়–য়া ও ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ মনববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, এ পর্যন্ত ওই ডিপিপি ৭ বার সংশোধন করা হয়েছে। সরকারের বিভিন্ন বিভাগ যখন যে তথ্য-প্রমাণক চেয়েছে, আমরা সরবরাহ করেছি। ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের ছাড়পত্র, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ছাড়পত্র এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১০০ একর ভূমি ব্যবহারে অনাপত্তি পত্র ডিপিপির সঙ্গে সরবরাহ করা হয়েছে। এতকিছুর পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপির অনুমোদন না হওয়ায় আমাদের মনে নানাবিধ শঙ্কার জন্ম দিয়েছে।
তারা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাার্ষিকীর সব কর্মসূচি বর্জন করে আমরা রাজপথে আন্দোলনে নেমেছি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনে সরকারের উদাসীনতা আমাদেরকে আন্দোলনে নামতে বাধ্য করেছে। বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি অনুমোদনের জন্য একনেকে উপস্থাপিত হলে পরিবেশ, বন, জলবাছু মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাঁধার কারণে তা অনুমোদন হয়নি। এ সময় শিক্ষক নেতৃবৃন্দ উপদেষ্টা রিজওয়ানা হাসানের পদত্যাগ দাবি করেন। তারা আরও বলেন, আমরা দীর্ঘ ৯ বছর ধরে নানা সমস্যায় ভুগছি।
এদিকে মহাসড়ক অবরোধ করে মানববন্ধর ও বিক্ষোভ সমাবেশ চলাকলে মহাসড়কের দুই পাশে অসংখ্যা যানবাহন আটকা পরে। এতে যাত্রীদের নানা দুর্ভোগ পোহাতে হয়। উল্লেখ্য, গতকাল শনিবার সকালে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমীক ভবন-৩ এর সামনে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ঘণ্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেন।
শাহজাদপুর (সিরাজগঞ্জ) : মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষক-শিক্ষার্থীরা -সংবাদ
রোববার, ২৭ জুলাই ২০২৫
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থাপিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা লাগাতার কর্মসূচির অংশ হিসেবে রবিবার(২৭-০৭-২০২৫) বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমির ভবন-১ সংলগ্ন বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বিসিক বাসস্ট্যান্ডে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। প্রায় ৩ ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম, সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যপক রাজিব অধিকারী, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যপক হাবিবুর রহমান, সহকারী রেজিস্ট্রার শেখ আল মাসুদ প্রমুখ।
এক পর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীদের যোক্তিক আন্দোলনে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কেএম হাসান তালুকদার, প্রো-ভিসি প্রফেসর ড. সুমন কান্তি বড়–য়া ও ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ মনববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, এ পর্যন্ত ওই ডিপিপি ৭ বার সংশোধন করা হয়েছে। সরকারের বিভিন্ন বিভাগ যখন যে তথ্য-প্রমাণক চেয়েছে, আমরা সরবরাহ করেছি। ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের ছাড়পত্র, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ছাড়পত্র এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১০০ একর ভূমি ব্যবহারে অনাপত্তি পত্র ডিপিপির সঙ্গে সরবরাহ করা হয়েছে। এতকিছুর পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপির অনুমোদন না হওয়ায় আমাদের মনে নানাবিধ শঙ্কার জন্ম দিয়েছে।
তারা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাার্ষিকীর সব কর্মসূচি বর্জন করে আমরা রাজপথে আন্দোলনে নেমেছি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনে সরকারের উদাসীনতা আমাদেরকে আন্দোলনে নামতে বাধ্য করেছে। বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি অনুমোদনের জন্য একনেকে উপস্থাপিত হলে পরিবেশ, বন, জলবাছু মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাঁধার কারণে তা অনুমোদন হয়নি। এ সময় শিক্ষক নেতৃবৃন্দ উপদেষ্টা রিজওয়ানা হাসানের পদত্যাগ দাবি করেন। তারা আরও বলেন, আমরা দীর্ঘ ৯ বছর ধরে নানা সমস্যায় ভুগছি।
এদিকে মহাসড়ক অবরোধ করে মানববন্ধর ও বিক্ষোভ সমাবেশ চলাকলে মহাসড়কের দুই পাশে অসংখ্যা যানবাহন আটকা পরে। এতে যাত্রীদের নানা দুর্ভোগ পোহাতে হয়। উল্লেখ্য, গতকাল শনিবার সকালে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমীক ভবন-৩ এর সামনে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ঘণ্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেন।