লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আছিয়া বেগম (৬৭) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ৪ জন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আছিয়া বেগমের সঙ্গে তার ভাতিজা রেজাউল করিমের জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে বিরোধপূর্ণ জমিতে চাষাবাদ করতে গেলে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আছিয়া বেগম প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই মারা যান। এ সময় উভয়পক্ষের অন্তত আরও তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আদিতমারী থানার ওসি আলী আকবর বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরও জানান, সংঘর্ষের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
রোববার, ২৭ জুলাই ২০২৫
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আছিয়া বেগম (৬৭) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ৪ জন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আছিয়া বেগমের সঙ্গে তার ভাতিজা রেজাউল করিমের জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে বিরোধপূর্ণ জমিতে চাষাবাদ করতে গেলে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আছিয়া বেগম প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই মারা যান। এ সময় উভয়পক্ষের অন্তত আরও তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আদিতমারী থানার ওসি আলী আকবর বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরও জানান, সংঘর্ষের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।