খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফের (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) এক কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সশস্ত্র দলের বিরুদ্ধে।
সংগঠনটি এই হামলার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস–সন্তু লারমা) দায়ী করেছে।
রোববার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপিডিএফের অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের দপ্তর সম্পাদক শ্যামল চাকমা বলেন, নিহত খুকু চাকমা (৩৫) যুব ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য ছিলেন। তিনি পানছড়ির কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিস্টান পাড়ার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, শনিবার (২৬ জুলাই) রাতে পানছড়ির চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে ২০ জনের একটি সশস্ত্র দল খুকু চাকমার ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তবে পানছড়ি থানার ওসি জসীম উদ্দিন বলেন, “এ ধরনের কোনো ঘটনার তথ্য আমরা পাইনি। খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে যোগাযোগ সম্ভব হয়নি।”
অভিযোগের বিষয়ে জেএসএসের কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
--
সোমবার, ২৮ জুলাই ২০২৫
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফের (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) এক কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সশস্ত্র দলের বিরুদ্ধে।
সংগঠনটি এই হামলার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস–সন্তু লারমা) দায়ী করেছে।
রোববার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপিডিএফের অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের দপ্তর সম্পাদক শ্যামল চাকমা বলেন, নিহত খুকু চাকমা (৩৫) যুব ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য ছিলেন। তিনি পানছড়ির কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিস্টান পাড়ার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, শনিবার (২৬ জুলাই) রাতে পানছড়ির চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে ২০ জনের একটি সশস্ত্র দল খুকু চাকমার ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তবে পানছড়ি থানার ওসি জসীম উদ্দিন বলেন, “এ ধরনের কোনো ঘটনার তথ্য আমরা পাইনি। খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে যোগাযোগ সম্ভব হয়নি।”
অভিযোগের বিষয়ে জেএসএসের কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
--