বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সীমান্তরক্ষায় নিয়োজিত ১১ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত শাহিন বাহিনীর অন্যতম সহযোগী নুরুল আবছারকে (৩৪) আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) ভোররাতে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে ১১ বিজিবি। এ সময় তার কাছ থেকে ৪টি দেশীয় একনালা বন্দুক, ১টি দুইনালা বন্দুক, ৮ রাউন্ড গুলিসহ ৬টি খালি খোসা উদ্ধার করা হয়।
নুরুল আবছার গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামের বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই জামছড়ি বিওপির অভিযানে জব্দ হওয়া ৯,৬৬০ পিস বার্মিজ ইয়াবা পাচার মামলার (মামলা নম্বর-১৩, তারিখ: ২১ জুলাই ২০২৫) পলাতক আসামি ছিলেন তিনি।
বিজিবি আরও জানিয়েছে, ২০২৪ সালের ১৪ মার্চ গর্জনিয়ার থিমছড়ি এলাকায় তালেব হত্যাকাণ্ডের সঙ্গে ডাকাত শাহিন বাহিনীর হয়ে সরাসরি জড়িত ছিলেন আবছার।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. কে. এম. কফিল উদ্দিন কায়েস বলেন, “সীমান্ত ও পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম, গরু ও মাদক চোরাচালানে আবছার ছিল ডাকাত শাহিনের অন্যতম সহযোগী। সে শাহিনের মিয়ানমার থেকে আনা গরুর খামারের ব্যবস্থাপক হিসেবে কাজ করত। এছাড়াও শাহিনের নানা অপরাধমূলক পরিকল্পনা বাস্তবায়নে যুক্ত ছিল।”
আটককৃত নুরুল আবছারকে অস্ত্র ও গোলাবারুদসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
এদিকে সীমান্ত অঞ্চলে সন্ত্রাস, গরু চোরাচালান এবং ইয়াবা পাচার প্রতিরোধে বিজিবির এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল। তাদের মতে, এ ধরনের কার্যক্রমে এলাকায় স্বস্তি ফিরে আসবে।
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সীমান্তরক্ষায় নিয়োজিত ১১ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত শাহিন বাহিনীর অন্যতম সহযোগী নুরুল আবছারকে (৩৪) আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) ভোররাতে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে ১১ বিজিবি। এ সময় তার কাছ থেকে ৪টি দেশীয় একনালা বন্দুক, ১টি দুইনালা বন্দুক, ৮ রাউন্ড গুলিসহ ৬টি খালি খোসা উদ্ধার করা হয়।
নুরুল আবছার গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামের বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই জামছড়ি বিওপির অভিযানে জব্দ হওয়া ৯,৬৬০ পিস বার্মিজ ইয়াবা পাচার মামলার (মামলা নম্বর-১৩, তারিখ: ২১ জুলাই ২০২৫) পলাতক আসামি ছিলেন তিনি।
বিজিবি আরও জানিয়েছে, ২০২৪ সালের ১৪ মার্চ গর্জনিয়ার থিমছড়ি এলাকায় তালেব হত্যাকাণ্ডের সঙ্গে ডাকাত শাহিন বাহিনীর হয়ে সরাসরি জড়িত ছিলেন আবছার।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. কে. এম. কফিল উদ্দিন কায়েস বলেন, “সীমান্ত ও পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম, গরু ও মাদক চোরাচালানে আবছার ছিল ডাকাত শাহিনের অন্যতম সহযোগী। সে শাহিনের মিয়ানমার থেকে আনা গরুর খামারের ব্যবস্থাপক হিসেবে কাজ করত। এছাড়াও শাহিনের নানা অপরাধমূলক পরিকল্পনা বাস্তবায়নে যুক্ত ছিল।”
আটককৃত নুরুল আবছারকে অস্ত্র ও গোলাবারুদসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
এদিকে সীমান্ত অঞ্চলে সন্ত্রাস, গরু চোরাচালান এবং ইয়াবা পাচার প্রতিরোধে বিজিবির এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল। তাদের মতে, এ ধরনের কার্যক্রমে এলাকায় স্বস্তি ফিরে আসবে।